১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাম্প্রতিক সম্পাদকীয়

-


কতদিন রোদকে দেখি না। কোভিড আতঙ্কে
সেই যে আড়াল হলো আর কোনো যোগাযোগ নেই।
ছিঁড়ে ফেলে গেছে ফোনের হৃদয় তার ভয় ইথারেও
পথ চিনে হতে পারে করোনা হাজির!
গাঁয়েও নিয়েছি খোঁজ মেঘ আর ধানের বাতাস
কোথাও দেখেনি তাকে। বিজলির হরিণাক্ষী জলে
ভিজে যাচ্ছে বিরহিণী শিক।

নদীও এখন এ শহরে নেই। টরন্টোর সুউচ্চ ভিলায়
মেঘে মেঘে হাতড়ায় টিএসসির আনন্দ বিকেল
রমনায় বোশেখের বর্ণাঢ্য মিছিল শিশুদের হাতে হাতে
আঁকিবুঁকি রঙিন পতাকা- পান্তাভাতে ইলিশের ভুনা
হঠাৎ কখনো বেজে ওঠে আবেগের রিং
ভয়ের নামতা গুনে বিরোধীরা ঘরে রাজপথে তবু লেলিহান শিখা!
নদীও জানতে চায় কারা এই আগুন নায়ক?
আদার বেপারি আমি- কোনদিন জাহাজ দেখিনি
রিকশাচালকও বোঝে, সবকিছু ওনাগর নতুন নতুন গেম
আমিই কেবল রয়ে গেছি নির্বুদ্ধ নাদান!
দেয়ালে টাঙানো জয়নুলের কাকের দাঙ্গালে দেখি
দুর্ভিক্ষের ছায়া। দেশে কোনো খাদ্যাভাব নেই
মিলবে না ভুখানাঙা মানুষের ভাঙাচোরা মুখ
আমিও নিশ্চিন্ত আজ প্রশান্তির ঘুম দেবো
জননীর নকশি আঁচলে।

 


আরো সংবাদ



premium cement