১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নববর্ষে সমাজচিন্তা

-

জগতের চাকচিক্য প্রকৃতিগত হতে পারে আবার মানবসৃষ্ট হতে পারে। তবে দুটোর সমন্বয়েই পূর্ণতার স্বাদ উপভোগ করা যায়। মানুষ তার আনন্দ উচ্ছ্বাস এবং ভোগ্য সামগ্রীকে রকমারি করে জীবনের চাহিদাকে বহুমাত্রিক করেছে। বিলাস বহুলতা এবং আরাম আয়েশ দিন দিন বর্ধিত করার জন্য জীবনশ্রীকে সহজসাধ্য করেছে। ফলে আবিষ্কার জগতে বিস্ফোরণ ঘটা অবাক হওয়ার কিছু নয়। আদিম মানুষ তার চেহারা, চুল, নখ থেকে শুরু করে পরিধানের বস্ত্র পর্যন্ত বন্য দমায় ছিল। ধীরে ধীরে সভ্য মানুষ তার দৈহিক সৌন্দর্যকে বর্ধনের জন্য বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী আবিষ্কার করতে শিখেছে। কেশ থেকে শুরু করে পরিধানের পোশাক পর্যন্ত চাকচিক্যের দিকে যাচ্ছে। মডেলিংয়ের মাধ্যমে নারীর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এক দিকে ভোগ্যসামগ্রী এবং অন্য দিকে রমণীয় সৌন্দর্য এবং সহজ জীবনযাপন বর্তমান সভ্যতার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ উল্লসতা এবং স্বচ্ছন্দের মধ্যে থেকে ভুলে যায় তার পরিণতির কথা। এমনকি সর্বশ্রেষ্ঠ সত্য মিথ্যার কথা পর্যন্ত ভুলে যায়। আনন্দ, উচ্ছলতা জগতে যত বৃদ্ধি পাচ্ছে মানুষের জীবন দুনিয়ায় টিকে থাকা তত দুরূহ হচ্ছে। জগতে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, মরণব্যাধি, দুর্ঘটনা এবং আত্মহত্যার পরিমাণ দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। মানুষ যখন জাগতিক চাকচিক্যের ভেতর থেকে নিজকে মনে করে যে, তার আর দুনিয়া ছেড়ে যেতে হবে না তখন তার কাছে জাগতিক ভোগ্যসামগ্রী এবং সৌন্দর্য চূড়ান্ত এবং স্থায়ী মনে হয়। কিন্তু হঠাৎ করে প্রাণপ্রদীপ নিভে নিরাশার অন্ধকারে যাত্রাই প্রমাণ করিয়ে দেয় যে, মানুষ ভুলের ভেতর ছিল। এই ভুল শিক্ষা থেকে নিষ্কৃতি পাওয়া বড় কঠিন কাজ। আর এই কঠিন কাজকে দুনিয়ার বুকে যারা সহজ করতে পেরেছে তারাই হয়েছে মানবজাতির আলোকবর্তিকা। দুনিয়ায় থাকা না থাকা অথবা সৃষ্টি জগৎ টিকে থাকা অথবা ধ্বংসপ্রাপ্ত হওয়া সব কিছুই প্রেম ভালোবাসার ফলাফল। ভালোবাসা যত দিন থাকে তত দিন সম্পর্ক থাকে। ভালোবাসা শেষ হয়ে গেছে বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে। নারী-পুরুষের প্রেমলীলার কাহিনী আমরা প্রাচীন শাস্ত্র বিলুপ্তির হাত থেকে রেহাই করে অংশ বিস্তার করতে সাহায্য করেছে। এই ভালোবাসার খেলা শুধু মানসিক দিক দিয়ে নয় বস্তুগত বিশ্ব এবং সব কিছুর অস্তিত্ব থেকে শুরু করে বিরাজমান অবস্থা পর্যন্ত সার্বিক প্রেমের বলয়ে আবদ্ধ। আর এই প্রেম সৃষ্টির পেছনে আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো বস্তু আকাশের দিকে ছুড়ে দেই তাহলে তা আবার মাটির দিকে চলে আসে। এখানে মাধ্যাকর্ষণ শক্তি বিদ্যমান। আবার গ্রহ নক্ষত্রগুলো আকাশ থেকে যে ছিটকে পড়ছে না অথবা সংঘর্ষ হচ্ছে না এর প্রধান কারণ হলো মহাকর্ষণ। এই আকর্ষণের ফলে ভালোবাসার সৃষ্টি হয়। আর এই ভালোবাসা টিকে থাকতে সাহায্য করে। মাটির কণিকায় কণিকায় ভালোবাসা, রাজা-প্রজার ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা লক্ষ করা যায়। যদি ভালোবাসা না থাকে গ্রহের সাথে গ্রহের সংঘর্ষ হবে, ফলে তার বোঁটা থেকে ছিটকে পড়ে যাবে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লাগবে, রাজা আরেক রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তদ্রƒপ দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, দেশপ্রেম না থাকে তাহলে দেশের ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। সুতরাং জগতে যদি আমরা মানুষের পদচারণা দেখতে চাই তাহলে সৃষ্টি জগৎ থেকে শিক্ষা নিতে হবে। গোটা সৃষ্টি জগৎ যেমন ভালোবাসার টানে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না তদ্রƒপ মানুষের প্রতি মানুষের ভালোবাসা যদি থাকে তাহলে শান্তির জন্য সংগ্রাম করা লাগবে না। কারণ শান্তিতে থাকাই হবে এখন মানুষের স্বভাব। সৃষ্টি জগৎ এক মহারহস্যপুরী এটা অনুধাবন তারা করতে পেরেছে যারা নাকি চক্ষুষমান। হেগেল, মার্কস নয় প্রতি নয় তারপর সমন্বয়ের কথা বলেছেন। কিন্তু রুমী নয় প্রতি নয় বিরুদ্ধভাবাপন্ন এদের মধ্যে ভালোবাসা থাকার কারণে সমন্বয় হতে পেরেছে। যার মাধ্যমে তিনি জাগতিক বিকাশকেও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কারণ দ্বন্দ্ব, সঙ্ঘাত, বিবাদের মাধ্যমে কখনো একত্র হওয়া সম্ভব নয় যদি না তাদের মধ্যে প্রেম থাকে। প্রাচ্যের চিন্তাবিদ বলেন, ‘সৃষ্টি ও তার টিকে থাকা ভালোবাসার ফলাফল ধ্বংস তার উল্টোটাই বর্তমান।
মানুষের বিভিন্ন ইন্দ্রিয়ের স্বাধীনতা নেয়া হয়েছে। তবে স্বেচ্ছাচারিতা স্বাধীনতার অর্থকে ম্লান করেছে। স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে থেকে অখণ্ড মানবতার দৃষ্টিভঙ্গিতে প্রভাবমুক্ত কোনো বিষয় যদি সুস্থ মন দিয়ে গৃহীত হয় তাহলে সেটা সর্বজনীন আদর্শে রূপ নিতে পারে। ইন্দ্রিয়ের স্বাধীনতাকে যদি সংযম না করা হয় তাহলে ভয়াবহ বিপর্যয় দেখা দেবে।
পাশ্চাত্যের এক চিন্তাবিদ মাছের মতো সাঁতার কাটা আর পাখির মতো আকাশে উড়ার স্বাধীনতা মানুষকে না দিয়ে জাগতিক সুখকে বিসর্জন দেয়ার কথা বলেছেন। চিন্তাবিদদের এ ধরনের বক্তব্যের পেছনে যৌক্তিকতা যতটুকু আছে তার চেয়ে জীবনের অস্তিত্বের স্বার্থে অযৌক্তিকতার পরিমাণটা বেশি। কারণ অন্যান্য প্রাণী আর গাছ গাছালির মতো মানুষ একই শ্রেণীভুক্ত হতে পারে না। মানুষের ভেতর আক্রমণাত্মক মনোভাব, প্রতিশোধের নেশা, না পাওয়ার হাহাকার আর সরণি প্রবৃত্তি তাকে পাশবিক পর্যায়ে নিয়ে গেছে। হাত দিয়ে আপনি যা খুশি করতে পারেন না, আবার মুখ দিয়ে আপনি খেয়াল খুশি মতো কথা বলতে পারবেন না। মুখের কথার কারণে জগতে লাখ লাখ লোক মরার ঘটনা আছে আবার মুখের কথায় মানুষকে সভ্যতার শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার রেকর্ড আছে। তবে অনুশাসনের মধ্যে কিছু অনুমোদনও দিতে হয়; না হলে মানবজীবন অসহায় হয়ে পড়ে। তবে সেটা যদি মানুষের জন্য বেশি অকল্যাণকর হয় তাহলে পূর্বাবস্থায় ফিরে যাওয়া ভালো। আজ আমাদের প্রিয় মাতৃভূমি ভারতীয় উপমহাদেশ শান্তির ব্যাপারে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভারতীয় উপমহাদেশকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এলাকা বলে মন্তব্য করেছিলেন। ভিন্ন মত যে, সংস্কৃতি, বিশাল ও চেনতার দু’টি পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তান। পাকিস্তানের আণবিক বোমার জনক ড. আবদুল কাদির খান এবং ভারতের বোমার জনক আবদুল কালাম। দুই দেশের মধ্যে টান টান উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। যেকোনো মহূর্তে বেধে যেতে পারে ভয়াবহ সঙ্ঘাত।
রুশ বিপ্লব এবং চীন বিপ্লবের সময় মার্কসবাদ আকর্ষিক চেতনা ছিল। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর এবং বর্তমান চীন মার্কসবাদের দর্শন থেকে দূরে সরে যাচ্ছে। নৈতিকতাবর্জিত মুক্তবুদ্ধির চর্চা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মের বিরোধিতা করলে নিজেকে প্রগতিশীল ভাবা যায় কিন্তু বাস্তবে প্রগতিশীল প্রমাণ করা যায় না। ভোগবাদ এবং চাকচিক্যময় বিলাসবহুল জীবন কোনো জ্ঞানী ব্যক্তির উদাহরণ হতে পারে না। আলবার্ট আইনস্টাইন ভোগবাদ এবং জাঁকজমকপূর্ণ জীবনকে জীবনের লক্ষ্যবস্তু হিসেবে ভাবেননি। তিনি 'ওফবধং ধহফ ড়ঢ়রহরড়হং' গ্রন্থের 'ঞযব ড়িৎষফ ধং ও ংবব রঃ'-শীর্ষক প্রবন্ধে বলেনÑ ‘ভোগবাদ যে নৈতিক আদর্শের কাঠামো খাড়া করে তাকে আমি শূকরের খোঁয়াড় বলে অভিহিত করি। যেসব আদর্শ আমার জীবন পথে আলো জুগিয়েছে এবং আনন্দের সাথে জীবনযাপনে সাহস জুগিয়েছে সেগুলো হলো সহানুভূতি, সৌন্দর্য ও সত্য। সমমনা লোকদের সাথে আত্মীয়তাবোধ আর বাস্তব জগতের সঙ্গে গভীর সম্পর্ক না থাকলে এবং শিলাকণা এবং বিজ্ঞানের জগতের চির অধরাকে ধরার নিরন্তন চেষ্টা না থাকলে জীবন আমার কাছে অন্তঃসারশূন্য মনে হতো। গতানুগতিক জীবনধারার মানুষ যা কিছুর জন্য প্রয়াসপর থাকে। যেমনÑ সম্পত্তি, ক্ষমতা, জাঁকজমক সেগুলোকে সব সময় আমার কাছে অবজ্ঞাযোগ্য মনে হয়েছে।’
দুনিয়ায় শোরগোল থেকে এবং হানাহানি থেকে মানব সমাজকে উদ্ধার করতে হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হয়। আজ বিশ্বে সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতা, ভ্রাতিত্বের পরিবর্তে শত্রুতা, মানবিক সম্পর্কের পরিবর্তে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। পুঁজির দাপট এবং মুনাফা লাভের পাল্লা চলছে। হতাশা এবং সংশয় মানব সমাজকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আজ আত্মকেন্দ্রিকতাবাদ, স্বার্থবাদ, উপনৈতিকবাদ পদধ্বনি শোনাচ্ছে। তবে অন্যায় প্রতিরোধ এবং আত্মরক্ষার্থে যুদ্ধকে অনুমোদন দেয়া যায়। খামাখা রক্তপাতকে বাতিল বলে ঘোষণা করতে হবে। এ ক্ষেত্রে মহাত্মা গান্ধীর অহিংস নীতির কথা স্মরণীয়। দ্বন্দ্ব সংহতি, নিরাপত্তা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অহিংস নীতি গ্রহণীয় মতাদর্শ। দর্শনগত দিক দিয়ে ত্রুটি থাকলে এর ফলাফল হতাশাব্যঞ্জক হওয়া স্বাভাবিক। মার্টিন লুথার কিং জুনিয়রও অহিংস নীতির কথা বলেছিলেন। ঘবি ণড়ৎশ থেকে প্রকাশিতÑ অঢ়ঢ়ষরবফ ঊঃযরপং : অ গঁষঃরপঁষঃঁৎধষ অঢ়ঢ়ৎড়ধপয-গ্রন্থে খধৎৎু গধু ধহফ ঔরষষ ই উবষংঃড়হ বলেন যে, জেল থেকে পাঠানো চিঠির বিশ্লেষণে আমরা লুথারের অহিংস আন্দোলনকে চার পর্যায়ে বিভক্ত হতে দেখি। যেমনÑ ১. নির্ধারণ করো যে অবিচার হচ্ছে ২. অবিচার নিরসনে আলাপ আলোচনা করো ৩. একটি শুদ্ধ প্রক্রিয়া যা ঘৃণা ও প্রতিশোধের বিরুদ্ধে শক্তভাবে কাজ করে ৪. সরাসরি অহিংস কাজ।
যুদ্ধ থেকে মানবজাতিকে বাঁচানোর জন্য দার্শনিক আর এম হেয়ার এবং বার্ট্রান্ড রাসেল চিন্তা করেছিলেন। আর এম হেয়ার জাতীয়তাবাদ এবং গোঁড়ামিকে যুদ্ধের কারণ হিসেবে চিহ্নিত করেন। উগ্রজাতীয়তাবাদের কারণেই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেন। বার্ট্রান্ড রাসেল যুদ্ধ থেকে মানবজাতিকে মুক্তি দেয়ার জন্য বিশ্ব সরকারের ধারণা প্রচার করেন। এই সরকারের হাতে সামরিক ক্ষমতা থাকবে একচ্ছত্র। তবে এই সরকার যদি বিপজ্জনক হয় তাহলে আঞ্চলিক স্বায়ত্তশাসক রাষ্ট্র। এ ধরনের স্বায়ত্তশাসন সমাজ হবে বলে তিনি মনে করেন না। তার জন্য শক্তি প্রয়োগও করতে হতে পারে। এ ধরনের শক্তি প্রয়োগের মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধতে পারে। তাই এ ধরনের সরকার অনেকে অবাস্তব বলে আখ্যায়িত করে থাকেন।
শান্তির জন্য পূর্ব সত্য হলো সত্য জ্ঞান। যে জ্ঞান লাভ করার পর একজন ব্যক্তি আচরণগত সংযত হতে বাধ্য থাকে। এই জ্ঞান যদি প্রতিটি মানুষের মধ্যে থাকে তাহলে হাঙ্গামা এবং দাঙ্গা মুক্ত হবে বিশ্বসমাজ। গ্রিক মহাগুরু সক্রেটিস তাই বলেছিলেনÑ কহড়ষিবফমব রং ারৎঃঁব ধহফ ারৎঃঁব রং শহড়ষিবফমব.
পুণ্যই জ্ঞান এবং জ্ঞানই পুণ্য। একজন মানুষ যদি জ্ঞানী হয় তাহলে তিনি পুণ্য থেকে নিজেকে গাফেল রাখতে পারেন না। আর জ্ঞানটা হতে হবে সত্যের জ্ঞান। কারণ একজন ব্যক্তি অনেক কিছু জানেন। কিন্তু যা জানেন তা ভুল। তাহলে তিনি মূর্খ। আর একজন ব্যক্তি সত্য জানেন কিন্তু মানেন না তাহলে সেও মূর্খ। মানুষকে সত্যবাদী হতে হবে এবং কাজেকর্মে সেটায় প্রমাণ রাখতে হবে। তিনিই হবেন পুণ্যবান এবং জ্ঞানী। পৃথিবীর যারা সৃষ্ট মনীষী তাদের কাজ ছিল আগে মানুষকে তৈরি তারপর রাষ্ট্রীয় নেতৃত্বে যাওয়া। মানুষ যদি তৈরি না হয় তাহলে রাষ্ট্রে পদে পদে বিপর্যয় ঘটবে। আর যদি জাতি তৈরি হয় তাহলে শান্তির জন্য সংগ্রাম করা লাগবে না।
শান্তিতে থাকাই হবে তখন সমাজবাসীর ধর্ম। বিশ্ব শান্তির জন্য বিশ্বের চিন্তাবিদরা যেসব কথা বলেছেন তার ভেতর আইনস্টাইনের কথা উল্লেখযোগ্য। মহাবিজ্ঞানী আইনস্টাইনের মতে, মানুষ যদি শান্তিতে থাকতে চায় তাহলে একটা অতি শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে যার কথা শুনতে সবাই বাধ্য থাকবে। ইঙ্গ মার্কিন যদি পারমাণবিক বোমা ফাটিয়ে সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে পৃথিবীর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে গিয়ে কোটি কোটি মানুষ মারা শুরু করে দেয় তাহলে তাদের শায়েস্তা করার মতো কোনো শক্তি পৃথিবীর বর্তমানে নেই। তারা বস্তুতান্ত্রিক ভোগবাদী শিক্ষাকে প্রাধান্য দিয়ে নৈতিকতাবর্জিত সভ্যসমাজে পরিণত হয়েছে, যার পরিণতি ভয়াবহ! মহাবিজ্ঞানী যে সংগঠনের কথা বলেছেন তা দিয়ে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তবে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষেরা তার কর্তৃপক্ষের কাছ থেকে স্বস্তির শিক্ষা গোটা মানবজাতিকে উপহার দিয়েছেন। এই কর্তৃপক্ষের পরিচয় দিতে গিয়ে তিনি সব অক্ষমতা থেকে মুক্ত একচ্ছত্র বিচারের অধিকারী এবং সব সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতির পরিচয় দিয়েছেন, যার কাছ থেকে সবার প্রত্যাগমন করতে হবে। জবাবদিহিতা এবং শাস্তির ভয়ে, মানুষ মূল্যবোধ লালন এবং ইন্দ্রিয় সংযম করতে বাধ্য হয়। আর মানুষের যদি জবাবদিহিতা না থাকে তাহলে অতি কর্তৃত্ব ও ভোগের আশায় যা খুশি তাই সে করবে। যার কারণে সেক্স এবং ভায়োলেন্সের ভয়াবহতার দিকে সে ছুটে চলেছে যা মানবসমাজ এবং সভ্যতার জন্য হুমকিস্বরূপ। তাহলে মানুষ বাঁচার জন্য, একটু স্বস্তির জন্য কী করবে। স্বস্তি পরিষদ তো স্বস্তি দিতে পারবে না। কারণ সে অন্যের গোলামির কারণে পুতুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমতাবস্থায় জগতের যারা প্রকৃত বন্ধু তাদেরকে রাষ্ট্র সংঘ সম্বন্ধে নতুনভাবে চিন্তার সময় এসেছে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল