২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাঙলা ভালোবাসি

-

শস্য-তরু-বনবাদাড়ে
পাখপাখালির খেলা,
সবুজ-শ্যামল বাঙলা আমার
বসায় রূপের মেলা।

ধানে-গানে-মাঠে-ঘাটে
লাল-সবুজের ছোঁয়া,
রক্তে কেনা বাঙলা যেন
স্নিগ্ধ দুধে ধোয়া।

রূপের কন্যা বাঙলা আমার
সকল দেশের সেরা,
পাহাড়-নদী-গাছপালা ও
খালে-বিলে ঘেরা।

জুঁই-চামেলি- গালাপ-জবা
পদ্মফুলের হাসি,
বাঙলা মায়ে জন্ম আমার
বাঙলা ভালোবাসি।


আরো সংবাদ



premium cement