২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আয় রে আমার ছেলেবেলা

-

আয় রে আমার ছেলেবেলা বউচি খেলার মাঠ
ঝিল্লি-ডাকা সাঁঝের বেলা, মজার সহজ পাঠ।
ধানকাটা ক্ষেত-বিলের জলে শামুক-খোঁজা ভোর
ঘাসের ডগায় স্নিগ্ধ শিশিরÑআহ্ কী মনোহর!

বাড়ির পাশে পুঁইয়ের মাচা, লাউ-করলার ঝাড়
গাভীর গলায় হাত বুলিয়ে দিতাম ভাতের মাড়।
চাঁদনি রাতে মাদুর পেতে উঠোন কোণে ঘুম
মিষ্টি হাওয়ার পরশ যেন সোহাগমাখা চুম।

পায়রামুখর শান্ত সকালÑবাকুম বাকুম বাক
চতুর্দিকে হাজার পাখির মোহন সুরের ডাক।
বিকেলবেলা লাটাই-ঘুড়ি কিংবা খেলার বল
সঙ্গী হতো দু’তিন পাড়ার ডানপিটেদের দল।

পুকুরজলে কলার ভেলাÑ ঝাপুর ঝুপুর ডুব
দুপুর রোদে গঙ্গাফড়িং ধরতে ছোটা খুব।
খড়-পাতাতে আগুন জ্বেলে শীত তাড়ানো রাত
খেজুর রসে ভাপা পিঠাÑ মুগ্ধ সুপ্রভাত!

ডাকপিয়নের চিঠির ঝোলাÑ কিরিং কিরিং বেল
নিকটজনের পত্র যেন ছোটায় খুশির রেল!
বাবার প্রিয় হাতটা ধরে বাজার করার সুখ
বনভোজনে মেতে ওঠা চকচকে চোখ-মুখ!

মায়ের সাথে মামার বাড়িÑ বছর শেষের ট্যুর
লেখাপড়ার নেই ঝামেলা, আবেগনাচা সুর!

আয় রে আমার ছেলেবেলা স্বপ্নরঙিন দিন
মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়Ñস্মৃতি অমলিন!


আরো সংবাদ



premium cement