২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফাগুন এসেছিল

-


ফাগুন এসেছিল পাতায় পাতায়
শিমুলের ফুলে-ফুলে,
দখিনা হাওয়ায় ধানের চারায়
নেচেছিল দুলে-দুলে।

ফাগুন এসেছিল সবুজে সবুজে
মেঠোপথ ধরে ঘাসে
পদ্ম ভরা লাল দীঘিটার
জলে-ভেজা রাজহাঁসে।

ফাগুন এসেছিল আমের মুকুলে
কাঁঠালের শাখে-শাখে,
ভেঙ্গেছিল ঢেউ জলহীন নদী
স্বপ্নের বাঁকে-বাঁকে।

ফাগুন এসেছিল মিছিলে-মিছিলে
বাংলার চোখে-চোখে
আমি কবি না, দেখিনি তাহারে
ভাই হারা সেই শোকে!

 


আরো সংবাদ



premium cement