২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফুলের লীলা

-


নেই কুয়াশার শুভ্রমিছিল আকাশ দেখি নীলা,
ধরায় এলো ঋতুরাজে চলছে ফুলের লীলা।
কাঁঠালচাঁপা কনকলতা ফুটছে স্বর্ণচাঁপা,
দেখলে এদের রয় কি মনে খুশির বর্ণ চাপা?

পারিজাত ও মুচকুন্দ ফুটছে মাদার টগর,
এদের রূপে বাগান যেন স্বর্গীয় এক নগর।
দেবকাঞ্চন মাধবীলতা নাগকেশর ও জুঁই,
ইচ্ছে জাগে ভ্রমর হয়ে ওদের কপোল ছুঁই।

ভাঁটফুল ও পলাশ শিমুল পানিয়া সজনে,
এদের রূপের সৌন্দর্যটা জানে না ক’জনে?
কত্ত কত্ত ফুল ফুটেছে বলব কত্ত আর,
আরো বেশি বলতে গেলে দিবা হবে পার।


আরো সংবাদ



premium cement