২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আগের মতো

-

আগের মতো হয় না খেলা কানামাছি কুতকুত
হয় না এখন পাঁচগুটি আর জামাই বউ ও ভূতভূত।

হয় না এখন টমেঞ্জেরি ছোটা ভিমের খেলা
পেছন থেকে ধাক্কা মেরে পুকুর মাঝে ফেলা।
বিকেল বেলা মাঠে গিয়ে মুক্ত মনে ভেজা
একটুখানি খুনসুটিতে মিষ্টিবন্ধু ত্যাজা।

আগের মতো হয় না খেলা রাম শ্যাম জদু মধু
হয় না চুরি রবিন চাচার ক্ষেতের লাউ আর কদু।
বাদলা দিনে হয় না এখন কাঁঠাল বিচি ভাজা
উঠোন কোণে সভা ডেকে পাড়ার কাজি সাজা।

আগের মতো হয় না এখন ছড়া-গল্প করা
গাছের ডালে হানা দিয়ে পাখির ছানা ধরা।
হয় না এখন গোল্লাছুটে জুতা চুরি খেলা
মিষ্টি অতীত হারিয়ে গেছে হয়েছি একেলা।


আরো সংবাদ



premium cement