২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দিন বদলের পালা

-


কৃষ্ণচূড়া শিউলি বকুল ফোটে না আর ভুলে,
সারে সারে নৌকা বাঁধা দেখি না দুই কূলে।
কানামাছি, কাবাডি আর বৌ কুতকুত খেলা,
হারিয়ে গেছে পল্লী ছেলের দস্যি ছেলেবেলা।

জারি-সারি, গাজীর পালা কই হারিয়ে গেলো,
কালের হাওয়ায় বদলে গিয়ে কী জামানা এলো!
আদিম গেল ছাতিম তলে আসলো ডিজিটাল,
তালবেতালে ঘোরমাতালে সবাই বেসামাল।

শীতলপাটি নকশিকাঁথা কলসি, বাসন থালা,
শাপলা শালুক তোলে না কেউ গাঁথে না আর মালা।
হারিয়ে গেছে মায়ের আঁচল ঘুম পাড়ানির ছড়া,
দিন বদলের হাওয়ায় এখন পড়া কেবল পড়া।

 


আরো সংবাদ



premium cement