২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উঠছি বেড়ে

-

আমরা শিশু কম পোশাকের, কম সুযোগের তবেÑ
এই আমাদের বেড়ে ওঠায় অনেক কিছু হবে।
আমরা মিশি মাটির সাথে, চিনতে পারো মাটি?
তোমরা যারা উন্নত দেশÑ দূর বিদেশে ঘাঁটিÑ
চিনতে পারো কাদা ও জল? রোদকে বানাই জামা,
জিম দেখিনি, উঠোন মাঠে হামাগুড়ির হামা...।

না মেলেনি খেলনা তবে ফেলনা তো নইÑ খেলি,
ছয় শিশুতে ছয়টি ঋতুর প্রতীক গড়ে ফেলি,
গ্রীষ্ম মোরা বর্ষা মোরা শরৎ হেমন্ত,
শীত তাড়িয়ে বসন্ত পাই, জুড়োই এ মন তো,
যেমন করে দেশ-স্বাধীনে যুদ্ধ-মহড়াÑ
প্রস্তুতিতে আমরা তেমন শক্ত প্রহরা।

মন আমাদের কৃষি-মাটি, মেঘ দেখানো কেশ
উঠছি বেড়ে খাঁটি মানিকÑ আমরা বাংলাদেশ।

 


আরো সংবাদ



premium cement