২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রূপের কথা

-


দূরের আকাশ মস্ত-বিশাল
রঙটা কেমন নীল
বনবনানি ঝর্ণা পাহাড়
সাগর নদী ঝিল
দেখো খোকা দেখো খুকি
লালচে ধানের বিল।

ফুলের ডগায় পাপড়ি হাসে
ভাসে দারুণ ঘ্রাণ
মৌমাছি আর প্রজাপতি
জুড়ায় হৃদয়-প্রাণ
শোন খোকা শোন খুকি
ফুল পাখিদের গান।

সূর্য দোলে পুবাকাশে
যেমন দোলে ফল
শিশির কণা ঘাসের ডগায়
করছে টলোমল
দেখতে এসো রোজ বিহানে
খোকা খুকির দল।

রাতের তারা জ্বালায় আলো
হাসছে দূরের চাঁদ
রঙিন ছোঁয়ায় আঁধার কালো
হয় দেখো বরবাদ
দৌড়ে এসো থাকলে মনে
পরী দেখার সাধ।

জাদুর হাতের রঙ তুলিতে
আঁকা সোনার দেশ
লাল সবুজের মিশেল রূপে
দেখায় দারুণ বেশ
রূপের কথা গল্প-গানে
হয় না বলা শেষ।

 


আরো সংবাদ



premium cement