২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শীতের ছোঁয়া

-


চাদর মুড়ি শীতের বুড়ি
আসল বুঝি ঘুরে
শিশির ঝরে মাঠের পরে
ঝাপসা লাগে দূরে।

কুটুম পাখি মেলছে আঁখি
উড়ে আমার দেশে
হালকা আলো লাগছে ভালো
রবি ওঠে হেসে।

শিশির মাখা হিমে ঢাকা
রবির আলো মেখে
সকাল আসে সবাই হাসে
রোদের খেলা দেখে।

শীতের বেলা রোদের খেলা
লাগছে ভীষণ ভালো
রাতের দিকে আলো ফিকে
দেখছি ধোঁয়ার কালো।

সবুজ ঘাসে শিশির হাসে
মুক্তো মতো দুলি
হিমেল হাওয়া পিঠা খাওয়া
শুনে মায়ের বুলি।


আরো সংবাদ



premium cement