১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঘাসের লকেট

-


সোনা ফলা এ শরীর শত নদী কল্লোলিত ঢেউ
পিপাসার্ত সবুজেরা উজ্জীবিত রোদ বৃষ্টি জলে
বিমুগ্ধ তোমাকে দেখি নীলাঞ্জনা শস্য কোলাহলে
তোমার নৈকট্য চাই, ছলনায় হাটে অন্য কেউ।

ঘৃণায় পুড়ছে দেহ ভুলে গেছি যুদ্ধ অঙ্গীকার
নেশার তাণ্ডব এসে খালি করে স্বপ্নের পকেট
নকল সোনার চেয়ে ভালো তবু ঘাসের লকেট
অন্যথায় প্রিয়জন দুঃখ বোধে হবে ছারখার।

যদিও নতুন ঘরÑ ঋণ ভারে জর্জরিত চাষি
মেলে না ধানের মূল্য ঘর্মঅঙ্গ পুড়ে হয় ছাই
দুর্নীতির লোভী চোখÑ গান বাধে নতুন গোসাই
যৌতুকের দায় নিয়ে ফাঁসি নেয় কন্যা সর্বনাশী।

বন্ধ হোক নির্যাতনÑ এসো সবে প্রতিরোধ গড়ি
গোলায় সোনার ধান ভরে যাক জীবনের তরী।

 


আরো সংবাদ



premium cement