২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

উদভ্রান্ত

-

আমাকে ব্যস্তবাগীশ মনে হতে পারে
সকালে উঠেই এত ব্যস্ত হয়ে পড়ি
যেন হাতে আর মোটেও সময় নেই
এক মুহূর্ত নষ্ট হলে আমার সৌভাগ্য
সামনের রাস্তা দিয়ে পালিয়ে যাবে নির্ঘাত।

তাড়াহুড়ো করে তাই উদভ্রান্ত পথিকের বেশে
প্রতিদিন ঘর থেকে সবেগে বেরিয়ে পড়ি
নিশ্চিতরূপে মনে হবে সমুদ্রের তলদেশে
তেল অনুসন্ধানে কিম্বা এভারেস্ট অভিযানে
গুরুত্বপূর্ণ কোনো এক দলের সহযাত্রী আমি।

আসলে আমার গন্তব্যে পৌঁছার কোনো তাড়া নেই
কেননা, আমার নেই কোনো সঠিক গন্তব্য
দেরি হওয়ারও আশঙ্কা নেই, কেননা,
আমার নেই কোনো সাক্ষাৎকার কর্মসূচি;
শুধু এক অন্ধ সময়ের মধ্য দিয়ে
শহরটা চরকি দিতে দিতে
নিজেকেই নিজে ধাক্কা মারি,
মনে হয় সাগর সৈকতে পড়ে থাকা
আমি এক নিঃসঙ্গ ঝিনুক, অথবা জ্বলন্ত
প্রদীপের চারপাশে ঘোরা পতঙ্গ বিশেষ।

আসলে কেউ-ই আশা করে না আমায়
তাড়াহুড়ো করারো নেই কোনো প্রয়োজন,
শুধু এক অনুজ্জ্বল আবেগের নির্দেশে
রুদ্ধশ্বাসে ছুটে চলেছি, ছুটেই চলেছি!


আরো সংবাদ



premium cement