২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হায়! জন্ম-হায়!

-


আমি কি আমার নিয়তির কাছেই
রয়েছি চির বন্দী?
পরাজিত হই স্বপ্নের কাছে?
জীবনের কাছে রই বিনীত
তাই পাহাড় আমার ঈর্ষা এবং
সাগরে থাকে পক্ষপাত,
প্রেম তো আমার বিরহেই মহৎ
প্রাপ্তি সবই না-পাওয়া নাকি ত্যাগ
না-কি বিলাসিতা?

আমি নদী নই, চরাচর-খরা-হৃদয়ের হাহাকার
কল্পনা সব-কল্পনায়-বিফল আহাজারি
জন্মের আর্তনাদÑ
হতাশাই রচে ক্লেদজ কাব্য
শিল্পের ফুল ঝরে সব
মর্মর মর্ম বেদনায়
আর বৃষ্টির টুপটাপ
অন্তরে ঝরে কান্নার কর্কশস্বর
তুমি জানো না-? তুমি যে
Ñআমার কে?
হায়! জন্ম-হায়! ক্ষরণ হায়!...!


আরো সংবাদ



premium cement