২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

একটি মুখ

-


ঐ মুখ মনে হতেই ইন্দ্রিয়গুলো নড়েচড়ে ওঠে
আমার হৃদয়ে ব্যথা জাগে
যেন আমি সেবন করেছি অসহ্য কোনো নীল পানি
যা মুহূর্তে কেড়ে নেয় জীবন!

এমন তো নয় যে আমি খুব দুঃখে আছি
এমনও নয় যে আমি ঈর্ষাকাতর
তাহলে এই ব্যথার উৎস কোথায়? আমি খুঁজতে থাকি

আমার পায়ের কাছে ফুটে থাকা অজস্র ফুল
আমি স্বপ্নের মতো দলিয়ে যাই, অথচ
আমার আধোপ্রেম সুবাসিত অন্ধকারে প্রার্থনা সঙ্গীত গায়
আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি

কখনো কখনো স্তব্ধ নদীর মতো, আমি একা হয়ে যাই
আমার বুকে মিশে যায় ব্যথার করুণ সঙ্গীত
ঐ মুখ মনে হলেই আমার হৃদয়ে ঝড় ওঠে
আমি অত্যন্ত নিঃশব্দে আবার মিলিয়ে যাই!


আরো সংবাদ



premium cement