২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আশ্রয়

-

একদা ভরন্ত ছিল সরোবর স্বচ্ছ তোয়া জলে
মাছেদের ঘাই কেলি আকাশের তারার টোপরে
রোদের কনক চাঁদি তিরতির হাওয়ার নেকাবে টলে
টংকার ঘূর্ণনে ঢেউ দোলাচল মুদ্রার অক্ষরে।

আকুল আমুণ্ডে ক্ষয়, কীর্তিনাশা সময়ের গতি
মরুর ঊষর যেন তপ্ত কণা পোড়ামাটি ঘের
বৃষ্টির বর্ষণ ফোঁটা চুষে নেয় অমোঘ নিয়তি
মাছরাঙা পাখিদের চঞ্চু তৃষা লুপ্তিতে আখের।

প্রকৃতি ভূমণ্ড জুড়ে শাপান্তের ভাঙচুর চলে
জলেরই গোত্র ধরে রাখে নিয়ত জলের স্তম্ভে
বেমিল স্রোতের ঢলে ডোবে ভুঁই বাড়ি সব পলে
অযাচিত উল্লম্ফন উচাটন আশুরীক দম্ভে।

আঁধারে শনির কেতু চার দিক ঘেরাটোপে নুয়ে
জল কে আশ্রয় দেয় জল সর্বৈব বিগ্রহ ধুয়ে।


আরো সংবাদ



premium cement