২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হ্যালো বাংলাদেশ

-

টাঙ্গুয়ার বিলে বসে বৃষ্টিতে ভিজছে আকাশ
রাঙা ঠোঁট, রেশমি রাজহাঁস-জলাধার স্ট্রিটে
যায় ভেসে ধ্রুবতারা সেলফোন
বিকেল সন্ধ্যানাগাদ এসে ভালোবেসে থামে
বাদলাঝরা খামে থাকে আঁকা পাখিদের আবছায়া মুখ
মেঘ করে আসা দূর হাওয়ার চিবুক কাঁপে ফুরফুর
ধূসর ঝাপসা হিম্ ডাউন টাউন!

হ্যালো আন্নোন্ ঝাউমেঘ, ঝোড়ো হাওয়া
আমার কথাটি শোনো
হ্যালো ... হ্যালো ... ধুলোডোবা মন
রূপোঝুরি নদী ও নৌকো, কুজ্ঝটিকা, সবুজ মাঠের তৃণ-
অরণ্য ... বন ... হ্যালো ডট্কম ভোরের ভিলেজ
কুয়াশার স্টপেজ ছুঁয়ে ওড়ে ছায়াহারা বাড়িটার ছায়া
হট্টিটি পাখি ডাকে রোদের চূড়ায়
যায় উড়ে লিলুয়া ধুলোর মখমল, হাওর-ধুধু চরাঞ্চল
একাকী কোকিল : হ্যালো নীল-চন্দ্রিল ক্যান্ভাসে
কে রেখেছে এঁকে- ষড়ঋতুঃ মায়াময় শ্যামল স্বদেশ
এসেছ বিকেলÑ বসো খুলে গোধূলির হু হু বক্লেস
রিফ্রেশমেন্টের পরে জমিয়ে গল্প হবে
লাল, নীল, পরীর গল্প : রকে বসে বৃষ্টির অবসরে!

হ্যালো পেভ্মেন্ট, গুড্সট্রেন রাঙতাজ্বলা ভোর
হ্যালো ফরেস্টহিল্, ঝাউপাতা
হ্যালো ... হ্যালো ... ঘুমিয়েছ বাদলাঝরা নিঝুম দুপুর!
তোমাকে পাওয়ার জন্য
আর একটি মহাযুদ্ধের প্রয়োজন


আরো সংবাদ



premium cement