২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অবিনাশী আলোর ঝলক

-

বিপুল শোক মূর্ছনায় মুখর কবির প্রয়াণে
নেমেছে বিরহ সন্ধ্যা, অবিরল ঝরে শোক
অশ্রুর বিগলিত ধারায়; আজ আর কবি নেই।

দেশমাতৃকার বরপুত্র মহান স্বাধীনতার মন্ত্রে
উজ্জীবিত কবি নেই আজ, প্রচণ্ড রোদের
খরায় শ্বাসকষ্ট, কবি কোনো দিন উচ্চারণ
করবেন না আর- বর্ণমালা, আমার দুঃখিনী
বর্ণমালা! কবি তুমি অনন্তকাল বেঁচে থাকো
শিউলি প্রহরে সফেদ বিছানা পেতে তোমার
এই শ্যামল বাংলায়। নক্ষত্রের আলোয় আজ
কুয়াশার ডানা পেতেছে ধূসর সংসার।

সবুজ পত্রাবলি সফেদ কাফন পরে সেজেছ
সন্ন্যাসী রূপ, জোনাকির দেহ হতে ঝরে অবিরল
অবিনাশী আলোর ঝলক।

 


আরো সংবাদ



premium cement