২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সন্ধ্যা

-

সন্ধ্যা যখন সন্ধ্যা হয়ে নামে
ঝুপ করে চাঁদ ডুব মারে তার জলে
আমি তখন রাতের বোবা পাখি
স্মৃতির শামুক কুড়াই কৌতূহলে।

সন্ধ্যা পাড়ে সন্ধ্যা নামের মেয়ে
তাকায় যখন দূরের তারার দিকে
তখন আমার কষ্ট জমা বুকে
নীল ছবিটা কেমন যেন ফিকে।

ভালোবাসা যায় ভেসে যায় একা
উড়াল মেঘের পালক ছুঁয়ে ছ্ুঁয়ে
সন্ধ্যারাতের চিবুক আঁকা তিল
রূপের জলে আকাশটা দেয় ধুয়ে।

সন্ধ্যা নদী সাঁঝের গোপন সই
দূর বলাকায় পাঠায় ফেরার ডাক
জোয়ার জলে অগুনতি রাজহাঁস
বাতাস জুড়ে ঢেউয়ের করুণ হাঁক।

 


আরো সংবাদ



premium cement