২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফেসবুকে মৃত হলেও টুইটারে জীবিত তসলিমা

ফেসবুকে মৃত হলেও টুইটারে জীবিত তসলিমা - ছবি : সংগৃহীত

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভেরিফায়েড আইডি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার আইডিতে ‘রিমেম্বারিং’ দেখা যায়।

ফেসবুকের এমন কর্মকাণ্ডে বেজায় চটেছেন এই লেখিকা। ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘ফেসবুক আমাকে মেরে ফেলেছে। আমি বেঁচে আছি। মারা যাওয়া তো দূরে থাক, সামান্য অসুস্থ হয়ে শয্যাশায়ী বা হাসপাতালেও যাইনি। তারপরও ফেসবুক আমার আইডিকে ‘স্মরণীয়’ করে দিয়েছে।’

ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের আইডি ‘রিমেম্বারিং’ করে দিয়ে লিখেছে, ‘তসলিমার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আশা করছি, তসলিমা নাসরিনের বন্ধু-স্বজনরা এখানে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে পারবেন।’

আরেক টুইটে তসলিমা বলেন, ‘আমি খুব ভালোভাবেই বেঁচে আছি, তারপরও আমার অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করা হয়েছে। কি দুঃখজনক সংবাদ! দয়া করে আমার অ্যাকাউন্ট ফেরত দিন।’

সাধারণত কোন ব্যক্তি মারা যাওয়ার পর তার ফেসবুক বন্ধু তালিকায় থাকা ‘ট্রাস্টেড পারসন’ যদি ওই ব্যক্তিকে মৃত বলে শনাক্ত করেন তবে ফেসবুক কর্তৃপক্ষ তাকে স্মরণ করে তার আইডি ‘রিমেম্বারিং’ করে দেয় ফেসবুক।


আরো সংবাদ



premium cement