২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জঙ্গলে বিবাহবার্ষিকী উদযাপনে গিয়ে অন্য রকম সমস্যায় এই যুগল (ভিডিও)

- ছবি : সংগৃহীত

হনুমানের কেক হাইস্ট অর্থাৎ কেক চুরি। আর সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। একবছর আগের এই ভিডিও সম্প্রতি পোস্ট করেছেন আইএফএস সুশান্ত নন্দা।

সেই ভিডিওতে দেখা গেছে, জঙ্গলের মধ্যে কেক কেটে যুগলের বিবাহবার্ষিকী পালনে মগ্ন এক পর্যটকের দলকে বেজায় বিপাকে বেলে এক হনুমান। পাকা ধানে মই দেয় সেই স্তন্যপায়ী। আর সেই ভিডিও দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা।

পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের ভিতরে বোল্ডারে কেক রেখে এক পর্যটক যুগলের বিবাহবার্ষিকী পালনের প্রস্তুতি করছেন সহ-পর্যটকরা। তারা ঘুণাক্ষরেও টের পায়নি গোটা বিষয়ে নজরে রেখেছিল উপরওয়ালা।

অর্থাৎ গাছের ওপর থেকে তাদের কাণ্ড দেখেছিল সেই হনুমান। যখনই সেই যুগল কেকে ছুরি চালাতে যাবে, সেই হনুমান এসে ছিনতাই করে কেক। আর চোখের পলকে ফের উঠে পড়ে গাছে। তার এই কীর্তি দেখে রাগে শরীর জ্বললেও, কিছু করার ছিল না সেই পর্যটকের দলে। কারণ গাছের মগডালে বসে তখন কেকে কামড় বসাতে ব্যস্ত সেই বজরঙবলি।

এই ভিডিও পোস্ট করে একজন লেখেন, "জঙ্গলে বিবাহবার্ষিকী উদযাপনের অভিজ্ঞতা যেমন হওয়া উচিত, ঠিক তেমনটাই হয়েছে।"

"সংস্কৃতিমনস্ক হনুমান। সময় ভাসছিল, ঝোঁপ বুঝে কোপ মেরেছে।" এমনটাই লেখেন এক নেটিজেন।

"দেখে মনে হল হনুমান বনের আসল রাজা।" লেখেন অপর এক নেটিজেন। শেয়ারের কয়েকঘণ্টার মধ্যে প্রায় ১১ হাজার লাইক পেয়েছে সেই ভিডিও। এনডিটিভি

এখানে ক্লিক করে দেখুন 


আরো সংবাদ



premium cement