লুনা-২৬, লুনা-২৭ মিশনের সরঞ্জাম প্রায় প্রস্তুত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৮
লুনা-২৬ এবং লুনা-২৭ মিশনের জন্য বৈজ্ঞানিক সরঞ্জাম তৈরির কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেসের (আরএএস) মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের (আইকেআই) বৈজ্ঞানিক পরিচালক শিক্ষাবিদ লেভ জেলেনি।
রাশিয়ার চন্দ্র কর্মসূচির প্রথম পর্যায়ের বৈজ্ঞানিক পরিচালক হিসেবেও দায়িত্বপালনকারী লেভ জেলেনি বলেন, লুনা-২৬ এবং লুনা-২৭ মিশনের জন্যে বৈজ্ঞানিক সরঞ্জাম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
জেলেনির মতে, রসকসমস দু’টি কক্ষপথ নির্মাণের ধারণাকে সমর্থন করলেও অপর্যাপ্ত তহবিলের কারণে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি।
চাঁদের উত্তর মেরুতে বা তার দূরের দিকে একটি মহাকাশ ফ্লাইটে ২০২৮ সালের দিকে লুনা-২৭ মিশন চালানোর কথা রয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা