১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পৃথিবীর থেকে ৮ গুণ বড় কে২-১৮ বি গ্রহে কি রয়েছে প্রাণ?

কে২-১৮ বি গ্রহ - ছবি : সংগৃহীত

পৃথিবী থেকে প্রায় ১২০ আলোকবর্ষ দূরে কে২-১৮ বি গ্রহে মহাসাগর ও হাইড্রোজেন ভর্তি বায়ুমণ্ডল থাকতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে গবেষণায় এ কথা জানা গেছে। কারণ ওই গ্রহে মিথেন ও কার্বন ডাই-অক্সাইডের মতো কার্বন-সহ কণার সন্ধান পাওয়া গেছে। ফলে ওই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।

পৃথিবীর চেয়ে আট দশমিক ছয় গুণ বড় এ গ্রহ লিয়ো নক্ষত্রপুঞ্জে অবস্থিত। কে২-১৮ নক্ষত্রের কাছে অবস্থিত এই গ্রহ ‘এক্সোপ্ল্যানেট’ শ্রেণির।

এমন কোনো গ্রহ সৌরজগতে নেই। আয়তনে এগুলো পৃথিবীর সমান বা তার চেয়ে বড় ও নেপচুনের সমান বা তার চেয়ে ছোট। ফলে এগুলোকে নিয়ে এখন গবেষণার পথে এগোচ্ছেন গবেষকেরা।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ মিথেন ও কার্বন ডাই-অক্সাইড থাকা এবং অ্যামোনিয়া কম থাকায় সেখানে মহাসাগর থাকার সম্ভাবনা রয়েছে।

নাসার জেমস ওয়েব টেলিস্কোপের প্রাথমিক পর্যবেক্ষণে ডিমিথাইল সালফাইড নামে একটি কণার সন্ধান পাওয়া গেছে। যা পৃথিবীতে কেবল প্রাণী বা উদ্ভিদ থেকেই জন্ম নেয়। মূলত সাগরে ‘ফাইটোপ্ল্যাঙ্কটন’ নামক এককোষী প্রাণী থেকে এই কণা জন্ম নেয়।

এই গবেষণাপত্রের মূল লেখক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ নিক্কু মধুসূদনের মতে, ‘পৃথিবীর বাইরে বিভিন্ন পরিবেশে প্রাণের সন্ধান করা যে অত্যন্ত প্রয়োজন তা আমাদের গবেষণা থেকেই প্রমাণ হচ্ছে।’

২০১৫ সালে প্রথম কে২-১৮বি গ্রহের সন্ধান পাওয়া যায়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের উন্নত প্রযুক্তির ফলে বিজ্ঞানীরা সম্প্রতি এই গ্রহ সম্পর্কে আরো স্পষ্ট গবেষণা করতে পেরেছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
কর্ণফুলীতে বৃদ্ধ বাবাকে নৃশংসভাবে খুন, মা ও ২ ছেলে গ্রেফতার ‘যে দলের জন্য আমাকে বিধবা হতে হয়েছে, সেই দলকে এদেশে দেখতে চাই না’ সাবেক আইজিপি মামুন আরো ৪ হত্যা মামলায় গ্রেফতার আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি : ব্যবসায়ীদের প্রতি ড. ইউনূস বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় করা সম্ভব? চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ৭ দিনের রিমান্ডে সিলেটে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন শেখ হাসিনার বিদায়ে বৈষম্যের কবর রচনা হয়েছে হাসপাতাল থেকে ফের কারাগারে বিচারপতি মানিক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ক্রিকেটাররা

সকল