২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

'হাভানা সিনড্রোম' রোগের কারণ শনাক্ত

'হাভানা সিনড্রোম' রোগের কারণ শনাক্ত - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সরকারের একটি রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র দূতাবাস কূটনীতিক, কর্মী ও পরিবার-পরিজনদের অজ্ঞাত রোগ, 'হাভানা সিনড্রোমে' আক্রান্ত হওয়ার কারণ হতে পারে ঘন ঘন পরিচালিত বেতার তরঙ্গের ব্যবহারI শনিবার প্রকাশিত রিপোর্টে জানানো হয়, ঘন ঘন রেডিও 'ফ্রিকোয়েন্সির' ব্যবহার, দূতাবাস কর্মীদের বিরল রোগের সম্ভাব্য কারণ।

'হাভানা সিনড্রোম' নামের এই বিরল রোগের সন্ধান প্রথম পাওয়া যায় ২০১৬ সালে কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে। পরে অবশ্য চীন ও অন্যান্য দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস এই রোগের কথা জানায়।

এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে কানে ব্যথা ও তীব্র আওয়াজ শোনা, উচ্চ মাত্রার কম্পন, মাথা ধরা, চোখে কম দেখা, বুদ্ধি লোপ পাওয়া এবং অন্যান্য মানসিক সমস্যাদি।
সূত্র : ভোয়া


আরো সংবাদ



premium cement