১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক বৈঠকে সম্পূর্ণ কোরআন শুনিয়ে সংবর্ধিত ১০ হাফেজ

দুই শিক্ষকের সাথে সংবর্ধিত ১০ ক্ষুদে হাফেজ - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীতে এক বৈঠকে সম্পূর্ণ পবিত্র কোরআন শোনানোয় ১০ জন ক্ষুদে হাফেজকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার বিকেলে নোয়াখালী শহরের মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় তাদের এ সংবর্ধনা দেয়া হয়। তারা সকলেই এই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

এ সময় ওই ১০ শিক্ষার্থীর পাশপাশি তাদের অভিভাবকদেরও ফুলের মালা দিয়ে বিশেষ সম্মাননা জানান মাদরাসাটির দুই পরিচালক হাফেজ ক্বারী মাঈনুদ্দীন ও হাফেজ মাওলানা মুফতি আবু ইউসুফ ক্বাসেমি।

এ প্রসঙ্গে তারা বলেন, আলহামদুলিল্লাহ রাব্বে কারিমের দরবারে লাখো-কোটি শুকরিয়া আদায় করছি যে- তিনি আমাদের এত বড় সফলতা অর্জন করার তাওফিক দান করেছেন এবং তার কালামে পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর সেই সুবাদে আমরা আমাদের এসব কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দিতে সক্ষম হলাম।

সংবর্ধনা পাওয়া ১০ হাফেজ শবে বরাতের আগ থেকে কয়েক ধাপে এক বৈঠকে কোরআন শোনানো শুরু করে এবং শবে কদরে এসে এই ধারাবাহিকতা শেষ হয়। এদের মধ্যে কয়েকজন নির্ভুলভাবেই সম্পূর্ণ কোরআন মুখস্থ শোনাতে সক্ষম হয়। রোববার বিকেলে তারা ছাড়াও মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার আরো ১০ জন হাফেজকেও সম্মাননা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement