হাসপাতালে ভর্তি সিলেটের বরেণ্য আলেম শায়খ আলিমুদ্দীন দুর্লভপুরি, দোয়া কামনা
- আবু তালহা রায়হান
- ৩০ মার্চ ২০২৩, ১৬:১৩

হাসপাতালে ভর্তি পাক পার্লামেন্টারিয়ান শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরি রহ:-এর বিশেষ শাগরিদ, সিলেটের সর্বজনশ্রদ্ধেয় আলেম, দারুল উলুম কানাইঘাটের শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরি।
বুধবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আল্লামা দুর্লভপুরির ঘনিষ্ঠ সহকারী ও কানাইঘাট মাদরসার শিক্ষক মাওলানা আসাদ।
এদিকে, শায়খ দুর্লভপুরির অসুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল্লাহ শাকির।
তিনি বলেন, আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরি সর্বমহলে সমাদৃত এক মহাবীর। দীর্ঘ ছয় দশকের কাছাকাছি সময় ধরে তিনি ইসলামের খেদমত করে আসছেন। মসজিদের মিম্বর থেকে দ্বীনি মাহফিলের মঞ্চ; সবজায়গায়-ই তার বিচরণ অনন্য। জ্ঞানতাপস, দারসের বীর বরেণ্য এ আলেমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা