৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলকদ ১৪৪৪
`

এ বছর আর হজ ফ্লাইটের ভাড়া কমানোর সুযোগ নেই : বিমানের এমডি


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম বলেছেন, আসন্ন ২০২৩ সালের হজ ফ্লাইটের বিমান ভাড়া আর কমানোর সুযোগ নেই।

রোববার বিকেলে বিমানের কুর্মিটোলার বলাকা কার্যালয়ে হজ ভাড়ার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় বিমানের এমডি বলেন, আমরা তিন মাস ধরে হজের বিমানব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমাদের প্রথম প্রস্তাব ছিল দুই লাখ ১০ হাজার ৩৩৮ টাকা। পরে এটিকে কমিয়ে প্রায় এক লাখ ৯৮ হাজার টাকা করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটি এই ভাড়া নির্ধারণ করেছে। এবার ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ ট্যাক্স বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি ও জেট ফুয়েলের দাম বৃদ্ধি। ভাড়া বৃদ্ধিতে আমাদের কোনো হাত নেই।

‘হজের বিমান ভাড়া কমছে কি না’ জানতে চাইলে তিনি বলেন, ‘হজের যে ভাড়া ধরা হয়েছে, এটা একদম সর্বনিম্ন ও সর্বশেষ। আমরা যতটুকু সম্ভব, ততটুকু কমিয়েছি। এর চেয়ে কম আর করা যায় না।

তিনি আরো বলেন, ‘হজ ফ্লাইটে যে বিমান ভাড়া ধরা হয়েছে, সেটি একটি আদর্শ বিমান ভাড়া।’

বিমানের এমডি বলেন, ‘হজ প্যাকেজ চূড়ান্ত হয়ে গেছে। সেখানে বিমান একটি মাত্র খাত। আমরা সর্বনিম্ন দিয়েছি। এরপর আমাদের আর কিছু করার নেই।’

বিমান ভাড়া নির্ধারণের পদ্ধতি নিয়ে তিনি বলেন, হজের বিমান ভাড়া সাইন্টিফিক উপায়ে নির্ধারণ করা হয়েছে। এটা নিয়ে অযৌক্তিক, অনুমান নির্ভর, অর্ধ-সত্য বলার সুযোগ নেই। হজযাত্রীরা আমাদেরও যাত্রী। তাদের সেবা দেয়া আমাদের সর্বপ্রথম দায়িত্ব।

বিমানের হজ ফ্লাইট নির্বিঘ্নে সম্পাদনের জন্য যানবাহন সংখ্যা বৃদ্ধি, ইঞ্জিনিয়ার নিয়োগ, পাইলট ও কেবিন ক্রু নিয়োগ দেয়া হয়েছে।

বিমানে পাইলট নিয়োগে দুর্নীতির বিষয়ে তিনি বলেন, যার বিষয়ে কথা বলা হয়েছে (পাইলট সাদিয়া) তিনি বিমানে পাইলট হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ পাননি। একজন পাইলট নিয়োগের আগে বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাকে যেতে হয়। তার (সাদিয়া) কাছে পাইলটের লাইসেন্স ছিল। বিমানে তাকে পাইলট হিসেবে বাছাইয়ের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ট্রেনিং দেয়া হয়েছিল। তার বিষয়ে নানা তথ্যপ্রমাণ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হয়েছে।

এমডি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান নিয়মিত জনসেবামূলক কাজ করে যাচ্ছে। তুরস্কের ভূমিকম্পের সময় টরন্টো থেকে বিনামূল্যে ত্রাণসামগ্রী ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। এছাড়াও বিমান শিগগিরই ভারতের চেন্নাই ও ব্যাঙ্গালুরুতে ফ্লাইট চালু করবে। হজ ব্যবস্থাপনার পর আগস্টে জাপানের নারিতায় এবং এ বছরের শেষে নিউইয়র্ক যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

এবার বিমানের হজ ফ্লাইট ভাড়া প্রায় ৫৮ হাজার টাকার মতো বৃদ্ধি করে এক লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ


premium cement
মান্দায় ঘরের মেঝেতে ঘুমাতে গিয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু অনলাইন নিউজ পোর্টাল পরিচালনায় শৃঙ্খলা আনার পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী নরসিংদীতে বিএনপির যুগ্ম-মহাসচিবের বাড়িতে আগুন মান্দায় ট্রাক্টরের চাপায় নারী নিহত : আহত ২ ডেঙ্গুকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : মেয়র তাপস রাজশাহীতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন জুনে সুইজারল্যান্ডে সফরে যাবেন প্রধানমন্ত্রী ওজোপাডিকোর সাবেক এমডি-সচিবসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট স্টেডিয়াম দেখে খুশি নিউজিল্যান্ড পরিদর্শক দল রাজশাহীতে কলেজছাত্রের আত্মহত্যা প্রবাসী ও রফতানি আয়ে ফের বাড়ল ডলারের দাম

সকল