আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিতে ইউরোপ যাচ্ছেন শায়খ আহমাদ বিন ইউসুফ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:০২

আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিতে ইউরোপ সফরে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট ও মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।
বুধবার এ উদ্দেশে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
‘ইসলামিক ফেডারেশন অব ভিয়েনা’ আয়োজিত ‘যিয়েফেতে কুরআন’ নামক ২১তম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিতে ইউরোপ যাচ্ছেন শায়খ আহমাদ বিন ইউসুফ। আগামী ৯ ডিসেম্বর ভিয়েনাতে ঐতিহ্যবাহী এ সম্মেলন শুরু হবে।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী এর আগেও চার বার ইউরোপ সফর করেছেন। এটি মহাদেশটিতে তার পঞ্চম সফর।
সম্মেলন শেষে আগামী ১৩ ডিসেম্বর শায়খ আহমাদ ইউসুফ আযহারীর বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা