১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

‘আল্লাহ-ই সবচেয়ে আপন’ অনুভবের পর ইসলাম গ্রহণ করলেন এই ফরাসি মডেল

‘আল্লাহ-ই সবচেয়ে আপন’ অনুভবের পর ইসলাম গ্রহণ করলেন এই ফরাসি মডেল - ছবি : সংগৃহীত

ইসলাম গ্রহণ করেছেন ফরাসি টিভি তারকা ও মডেল মারিন আল-হাইমার। ‘সবার চেয়ে আল্লাহ-ই আপন’ বিষয়টি অনুভবের পর কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তিনি।

তবে মারিন আল-হাইমার গত বৃহস্পতিবার নিজের নতুন জীবনের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে তিনি এ ঘোষণা দেন।

প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়- ফ্রান্সের একটি মসজিদে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হচ্ছেন মারিন। এরপরই তিনি পাশে থাকা মুসলিম নারীদের সাথে কোলাকুলি করেন এবং নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভিডিওতে তিনি জানান, কয়েক মাস আগেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। মারিনের মুসলিম হওয়ার বিষয়টি নিয়ে ফরাসি সংবাদমাধ্যমও খরব প্রকাশ করেছে।

ইনস্টাগ্রামের পোস্টে আল-হাইমার লেখেন, ‘আপনাকে একাই চলতে হবে। বন্ধু নেই, পরিবার নেই, সঙ্গীও নেই। শুধুমাত্র আপনি এবং আল্লাহ থাকবেন। আপনাদের অনেকে হয়ত বিষয়টি জানেন। অনেকে প্রশ্ন করেন। তবে আনুষ্ঠানিকভাবে কখনো ঘোষণা করিনি যে, আমি কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছি।’

তিনি আরো লেখেন, ‘যারা আমাকে নিয়মিত অনুসরণ করেন তারা হয়ত জানেন। তবে আমার ব্যক্তিগত বিষয়টি তাদের সাথে শেয়ার করা খুব জরুরি মনে করছি- যাদেরকে আমি নিজের দ্বিতীয় পরিবার বলে মনে করি। আর তারাই হলেন আপনারা। বিষয়টি আমার মন, অন্তর ও আত্মার একান্ত ইচ্ছা।’

নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার মূল বার্তা হলো, অন্য ধর্ম যাই হোক তা গ্রহণে লজ্জার কিছু নেই। এটি সবার মৌলিক অধিকারের অন্যতম, যা অবাধে চর্চার সুযোগ থাকা চাই। অনেকেই লক্ষ্য করেছেন যে, গত বছর অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। আমার মধ্যেও ব্যাপক পরিবর্তন হয়েছে। আমার অগ্রাধিকারের অনুভূতি পর্যালোচনা করেছি। তাছাড়া পেশাগত বা ব্যক্তিগত বিষয়ে জীবনের পছন্দ নিয়ে পুনরায় ভেবেছি। যারা এ বিষয়ে প্রশংসা করবেন বা অন্তত শ্রদ্ধা জানাবেন সবাইকে ধন্যবাদ।’

মারেন আল-হাইমার ১৯৯৩ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চল বরডেক্সে জন্মগ্রহণ করেন। মরক্কো ও মিসরীয় বংশদ্ভূত এ নারীর উসান আল-হাইমার নামে আরেক জমজ বোন রয়েছেন। ‘প্রিন্সেস অব লাভ’ এবং ‘মার্সেলিওনেস ইন দুবাই’ নামের টিভি রিয়েলিটি শোর মাধ্যমে ব্যাপক খ্যাতি লাভ করেন এ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে তার লাখ লাখ অনুসারী।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে : মির্জা ফখরুল লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে শিশুর মৃত্যু ধূমপান করতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বড় বোনের বৌভাতের গিয়ে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত চুয়াডাঙ্গা দর্শনায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমির আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত, বন্যায় ওমানে মৃতের সংখ্যা বেড়ে ১৮ ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার : গণঅধিকার পরিষদ

সকল