২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আমিরাতে আলহাজ্ব ইয়াকুব সৈনিক ফাউন্ডেশন'র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

আমিরাতে আলহাজ্ব ইয়াকুব সৈনিক ফাউন্ডেশন'র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন -

গত ২১ অক্টোবর দুবাইয়ের বিশিষ্ট আলহাজ্ব ইয়াকুব সৈনিক ও মোসাম্মৎ শরিফা সৈনিক -এর উদ্যোগে তাদের আজমানস্থ ওয়াই এস ফার্ম হাউসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: আয়োজিত হয়। এ মিলাদ মাহফিল ও মেজবানে সভাপতিত্ব করেন 'ইয়াকুব সৈনিক ফাউন্ডেশন -এর চেয়ারম্যান আলহাজ্ব মো: ইয়াকুব সৈনিক।

দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।‌

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, কনস্যুলেটের দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন, কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, বর্ষিয়ান কমিউনিটির ব্যক্তিত্ব আবু জাফর চৌধুরী সিআইপি, কমিউনিটির ব্যক্তিত্ব ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ফরিদ আহমেদ সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুবাই ও উত্তর আমিরাত সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার,‌ দুবাই বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক নাছের রেজা খাঁন, দুবাই আল আবির বিজনেস এসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান, সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি রাজা মল্লিক, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ -এর প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, দুবাই বিজনেস কাউন্সিলরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসাইন হিরু, ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, আবুল কালাম সিআইপি, জাহাঙ্গীর আলম সিআইপি, শিমুল মুস্তাফা সিআইপি, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র আজমানের সভাপতি ইব্রাহিম ওসমান আফলাতুন, বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই -এর সভাপতি কামাল হোসেন খাঁন সুমন, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস-আল-খাইমার সভাপতি ড. আবুল ফজল, রাস আল খাইমাহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জসিম উদ্দিন মল্লিক, শারজাহের বিশিষ্ট ইউজ কার ব্যবসায়ী মোহাম্মদ দিনু, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দুবাই ড্রাগন মার্ট বিজনেস ফোরামের আহবায়ক মুহাম্মদ জসিম উদ্দিন, আজমান কমিউনিটি নেতা আজগর আলী, দুবাই ড্রাগন মাট ব্যবসায়ী নেতা সাইফুল ইসলামসহ আরো অনেকে।

আমিরাতে অবস্থানরত সংবাদ মাধ্যম কর্মী, বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতাদের অংশগ্রহণে সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য হাফেজ জামাল উদ্দিনের দোয়া পরিচালনার মাধ্যমে মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠান আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল্ খাইমাহ, আল আইনসহ আমিরাতের প্রায় সকল প্রদেশ হতে আগত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারবর্গ মেজবানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement