২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হাতে লিখে কুরআনের অনুলিপি তৈরি করলেন আফগান তরুণী

হাতে লিখে কুরআনের অনুলিপি তৈরি করলেন আফগান তরুণী - ছবি : সংগৃহীত

হাতে লিখে পবিত্র কুরআনের অনুলিপি তৈরি করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এক আফগান তরুণী। তার নাম রানি আইয়ুবি। এর পেছনে তিনি দশ মাস সময় ব্যয় করেছেন। সম্প্রতি তার এ অনুলিপির কাজ শেষ হয়।

আফগান গণমাধ্যম সূত্রে জানা যায়, রানি আইয়ুবি দ্বাদশ শ্রেণির ছাত্রী। শখের বশে তিনি আরবি লেখা শেখেন। পরে তার মনে পবিত্র কুরআনের অনুলিপি তৈরির বাসনা জাগে। সেখান থেকে তিনি অনুলিপির কাজে হাত দেন। লেখার আসবাবপত্র এলাকায় দুষ্প্রাপ্য হলেও তার আগ্রহে ভাটা পড়েনি। তিনি নানা উপায়ে ওই সব সংগ্রহ করেন। পরে স্কুল চলাকালীন পড়াশোনার পাশাপাশি তিনি অনুলিপির কাজে মন দেন। রাত-দিন একাকার করে দশ মাসে শখের কাজ শেষ করেন। এ সময় তিনি বিশ পারা কুরআন হিফজও করেছেন।

রানি আইয়ুবি টলো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ি। আরবি লেখা শেখার পর মনে কুরআনের অনুলিপি তৈরির বাসনা জাগে। সেখান থেকে অনুলিপির কাজ শুরু করি। পরে স্কুলের পড়াশোনার পাশাপাশি অনুলিপির কাজ চালিয়ে যাই। অবশেষে দশ মাসে অনুলিপির কাজ শেষ হয়।’

রানির পরিবার সূত্রে জানা যায়, রানি পবিত্র কুরআনের অনুলিপির জন্য দিন-রাত পরিশ্রম করেছেন। এরপর কয়েক মাসের চেষ্টায় অনুলিপি শেষ করেছেন।

রানির বাবা মোহাম্মাদ আইয়ুব বলেন, ‘এটা আমাদের জন্য সম্মান ও গৌরবের বিষয়। রানি পবিত্র কুরআনের অনুলিপি তৈরির জন্য অনেক কষ্ট করেছেন।’

রানির ভাই সালাউদ্দিন আইয়ুবি বলেন, ‘আমাদের গ্রামে পড়াশোনা শেখার সুযোগ কম। হাতের লেখা শেখা আরো কঠিন। লেখার আসবাবপত্রও সহজলভ্য নয়। তবুও তীব্র আগ্রহের কারণে রানি সব সম্ভব করে নিজের স্বপ্নকে স্পর্শ করেছেন।’

উল্লেখ্য, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে এর আগেও বিভিন্ন সময় আফগান তরুণ-তরুণীরা নিজ আগ্রহে হাতে লিখে কুরআনের অনুলিপি তৈরি করেছেন। এসব অনুলিপির কোনো কোনোটা আফগানের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
সূত্র : টলো নিউজ


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লক্ষৌ

সকল