ইসলাম গ্রহণের পর পানামার তাতানায়া এখন আয়েশা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬

ইসলাম গ্রহণ করেছেন তাতানায়া মায়ার কাস্টিলো নামের এক পানামানীয় তরুণী। এখন তার নতুন নাম আয়েশা।
শুক্রবার তুরস্কের বুরসা প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন আয়েশা। এ সময় বুরসার প্রাদেশিক সহকারি মুফতি শায়খ ইয়াভুজ ইয়ালদাজ উপস্থিত ছিলেন।
আয়েশার ইসলাম গ্রহণ উপলক্ষে এদিন দারুল ইফতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শায়খ ইয়াভুজ ইয়ালদাজ বলেন, ‘আমরা মুসলিম। আমরা বিশ্বাস করি- সকল নবী-রাসূল আ: আল্লাহর তরফ থেকে প্রেরিত এবং তারা সবাই সত্যের ওপর ছিলেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস এটাও যে মোহাম্মদ সা: সর্বশেষ নবী। পবিত্র কুরআন আল্লাহর কিতাব এবং তা আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ওহী ও প্রত্যাদেশ।’
শায়খ ইয়াভুজ বলেন, ‘পবিত্র কুরআনে যা আছে নিঃসন্দেহে আমরা তার প্রতি ঈমান রাখি। একইসাথে ঈমান রাখি ফেরেশতা, শেষ বিচার, ভাগ্য এবং মৃত্যুর পর পুনঃরায় জীবিত হওয়ার প্রতিও।’
অনুষ্ঠানে ব্ক্তৃতার পর শায়খ ইয়াভুজ ইয়ালদাজ তাতানায়া মায়ার কাস্টিলোকে প্রকাশ্যে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে প্রবেশের আহ্বান জানান। এরপরই আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করে তাতানায়া আয়েশা নাম ধারণ করেন।
شابة من دولة بنما تعلن إسلامها في تركيا وتغير اسمها إلى عائشة. pic.twitter.com/QTlLsG9C6O
— وكالة أنباء تركيا (@tragency1) September 23, 2022
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বুরসার সহকারি মুফতি আয়েশাকে পবিত্র কুরআনের প্রতিলিপি, সীরাতগ্রন্থসহ আরো বেশকিছু উপঢৌকন দেন।
সূত্র : টিআর ডট এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা