২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তুর্কি শেফ বোরাকের জনকল্যাণমূলক কাজে মুগ্ধ ইতালিয়ান যুবকের ইসলাম গ্রহণ

বোরাক ওজদেমিরের সাথে ইতালিয়ান নওমুসলিম। - ছবি : সংগৃহীত

বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে দিন দিন ইসলামের প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে কারো না কারোর ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়ার খবর। এবার সে তালিকায় যুক্ত হলেন এক ইতালিয়ান যুবক। তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি শেফ বোরাক ওজদেমিরের জনকল্যাণমূলক কাজে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন।

শুক্রবার বোরাক ওজদেমির নওমুসলিম ওই যুবকের সাথে সাক্ষাতের একটি ভিডিও শেয়ার করেন। আরবি সংবাদমাধ্যম টিআর ডট এজেন্সি জানায়, ওই যুবক বোরাকের সাথে সাক্ষাতের জন্য তার অফিসে আসেন। ওই ভিডিওটির মাধ্যমেই তার ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে।

আরো পড়ুন- মসজিদুল আকসায় তুর্কি শেফ বোরাকের জুমা আদায়

বিস্তারিত খবরে টিআর ডট এজেন্সি জানায়, বোরাকের জনকল্যাণমূলক কাজের পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দরিদ্র দেশ ও আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে তার দাতব্যকর্মে মুগ্ধ হন ওই ইতালিয়ান যুবক। এ বিষয়ে যুবকটি বলেন, ‘আমি ওজদেমিরকে নিয়মিত ফলো করি; তার ভিডিও ও দাতব্য কর্মকাণ্ডগুলো দেখি এবং মুগ্ধ হই। এগুলোতে প্রভাবিত হয়েই মূলত ইসলামে প্রবেশের সিদ্ধান্ত গ্রহণ করি।’

তিনি আরো বলেন, ‘আমি ইতোমধ্যে আমার পরিবারকে জানিয়েছি যে আমি তার (বোরাক) মতো হতে চাই, যিনি তার সাহায্যের হাত অসহায়দের জন্য প্রসারিত করেন এবং তাদের মুখে হাসি ফোটান।’

নওমুসলিম ইতালিয়ান যুবক ইসলামে দীক্ষিত হওয়ার আগে থেকেই কুরআন পড়া শুরু করেন বলে জানান। তিনি বলেন, ‘দুই বছর আগেই আমি কুরআন পড়া শুরু করি। আমাকে আমার এক কাছের বন্ধু একটি কুরআন শরিফ ও হাদিসের বই উপহার দেন- এভাবেই আমি ইসলাম গ্রহণ করি।’

অপরদিকে তুর্কি শেফ বোরাক ওজদেমির এ প্রসঙ্গে বলেন, ‘তার সাথে আমার তিন বছর আগে সাক্ষাৎ। তিনি আমাকে নিয়মিত ফলো করতেন। আমি তার ইসলামে প্রবেশের মাধ্যম হওয়ায় নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি।’

বোরাকের শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, তিনি যুবককে একটা জায়নামাজ উপহার দিচ্ছেন। এ ব্যাপারে বোরাজ ওজদেমির বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় জায়নামাজ ছিল এটি।’

সূত্র : টিআর ডট এজেন্সি


আরো সংবাদ



premium cement
জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে

সকল