২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অভাব-অনটন দূর করার দোয়া

অভাব-অনটন দূর করার দোয়া - ছবি : সংগৃহীত

জীবনে ধনসম্পদের প্রাচুর্য ও হালাল বিত্ত-বৈভব আল্লাহর তাআলার বিশেষ নেয়ামত। কিন্তু কখনো কখনো তিনি আমাদেরকে এগুলো না দিয়ে পরীক্ষায় ফেলেন, কিন্তু আমরা দুর্বল ঈমানদার হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ধৈর্যহারা হয়ে পড়ি। কিন্তু আল্লাহর রাসূল সা: এমন পরিস্থিতিতে আমাদের এই দোয়াটি পড়ার প্রতি উদ্ধুদ্ধ করেছেন। আশা করা যায়- রাসূল সা:-এর এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আমাদের অভাব-অনটন দূর করে দেবেন। দোয়াটি হলো-

اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-হুদা ওয়াততুকা ওয়াল আফাফা ওয়াল গিনা

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি।

হজরত আবদুল্লাহ রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: এ দোয়া পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ৭০৭৯)

দেখুন:

আরো সংবাদ



premium cement