২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নিরাপদ ভ্রমণের জন্য রাসূল সা:-এর শিক্ষা

নিরাপদ ভ্রমণের জন্য রাসূল সা:-এর শিক্ষা - ছবি : সংগৃহীত

ভ্রমণ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন সময় আমরা নানা স্থানে ভ্রমণ করে থাকি। মহানবীও সা: জীবনে অনেক স্থানে ভ্রমণ করেছেন। শৈশবেই তিনি ব্যবসার উদ্দেশে সিরিয়া সফর করেন। হিজরতের সময় দুর্গম পথে মদিনায় সফর করেন। এ ছাড়া হজ, ওমরাহ ও বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিতে তিনি আরবের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। সাধারণত ভ্রমণকালে নানা নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থাকে। তাই ভ্রমণে নিরাপত্তার জন্য মহানবী সা: আমাদের দোয়া শিখিয়েছেন। তিনি নিজেও এই দোয়া পড়তেন। তা হলো—

بِسْمِ اللَّهِ، وَالْحَمْدُ للَّهِ- سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ

উচ্চারণ : বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া-মা-কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।’

অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি, সমস্ত প্রশংসা তাঁর। তিনি পূতপবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।’


আর নৌপথে ভ্রমণের ক্ষেত্রে এই আয়াতটি পড়া সুন্নত। তা হলো—

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ

উচ্চারণ : বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।

অর্থ : ‘তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান।’ (সুরা হুদ: ৪১)

ভ্রমণকালে পড়ার জন্য আরো একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন মহানবী সা:। তিনি বলেন, এ দোয়াটি পড়লে, ঘরে ফেরা পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো—

أَعُوذُ بِكَلِمَاتِ الله التَّامَّاتِ من شَرِّ ما خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক।

অর্থ : আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা চাচ্ছি। (মুসলিম, হাদিস : ২৭০৮)


আরো সংবাদ



premium cement