২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অভাব-অনটন থেকে বাঁচার দোয়া

অভাব-অনটন থেকে বাঁচার দোয়া - ছবি : সংগৃহীত

জীবনে সচ্ছলতা অনেক বড় নেয়ামত। কারণ, অসচ্ছলতা মানুষকে নানা অপকর্মের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল সা: আমাদের সচ্ছলতা লাভের দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعفَافَ، والغنَى

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-হুদা ওয়াততুকা ওয়াল আফাফা ওয়াল গিনা

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: এ দোয়া পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ৭০৭৯)

দেখুন:

আরো সংবাদ



premium cement

সকল