২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হজে গিয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু

হজে গিয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু - ছবি : সংগৃহীত

সৌদি আরবের মক্কায় ফাতেমা বেগম (৬০) নামের আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় বৃহস্পতিবার পবিত্র মক্কায় তার মৃত্যু হয়। ফাতেমা বেগমের বাড়ি রাজধানী ঢাকার বাড্ডা এলাকায়। তার পাসপোর্ট নম্বর- EE0382843।

এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে আটজন বাংলাদেশীর মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৫ জন, নারী ৩ জন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আরো সাতজন বাংলাদেশী মারা গেছেন। এদের মধ্যে জাহাঙ্গীর কবির (৫৯) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন, রামুজা বেগম (৫৪), মোঃ হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ১৭ জুন, আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭) ২১ জুন ও ২৮ জুন মোঃ আব্দুল গফুর মিয়া (৬১) মারা যান।

এদিকে এখন পর্যন্ত ৪৮ হাজার ১৭১ জন বাংলাদেশী হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৭৮৬ জন। আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement