২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কাবা প্রাঙ্গনে ৭০ বছর নামাজ আদায়কারী ১১৮ বছরের আলেমের ইন্তেকাল

শায়খ আব্দুল ওহহাব আল শায়খ। - ছবি : সংগৃহীত

মসজিদুল হারামে ইবাদতের সৌভাগ্য অর্জন একজন মুসলিমের বড় প্রাপ্তি। কিন্তু সেটি যদি হয় জীবনের বড় একটি সময় ধরে তাহলে তো কথাই নেই। এমন পরম সৌভাগ্য খুব অল্প মানুষের-ই হয়। তাদেরই একজন শায়খ আব্দুল ওহহাব আল শায়খ। যিনি তার জীবনের ৭০টি বছর মসজিদুল হারামে ইবাদতে কাটিয়েছেন। এই মহান সৌভাগ্যবান মানুষটিই পৃথিবী ত্যাগ করে মহান প্রতিপালকের সান্নিধ্যে গমন করলেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বুধবার মক্কার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর কাবা প্রাঙ্গনেই ১১৮ বছর বয়সী এই আলেমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ছেলে যুবরাজ সুলতান বিন সালমানসহ রাষ্ট্রের আরো একাধিক উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত ছিলেন।

জানাজা শেষে শায়খ আব্দুল ওহহাব আল শায়খকে মক্কার আল-আদল কবরিস্তানে দাফন করা হয়।

শায়খ আব্দুল ওহহাব একজন আলেম ছিলেন। তার মৃত্যুতে সৌদি আরবের বিশিষ্ট আলেমরা গভীর শোক জানিয়েছেন।

সূত্র : আলআরাবিয়া, গালফ নাও ও স্কাই নিউজ


আরো সংবাদ



premium cement