১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

সাকিবদের কী বই উপহার দিলেন এই যুবক, জানালেন নিজেই

সাব্বির রহমান ও সাকিব আল হাসানকে বই উপহার দিচ্ছেন মোঃ জিসান মিয়া। - ছবি : সংগৃহীত

গত কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে, এর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, দাড়ি-টুপি বিশিষ্ট এক যুবক বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসানকে বই উপহার দিচ্ছেন। এছাড়াও মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমানসহ আরো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকেও বই উপহার দিয়েছেন তিনি। কিন্তু কী বই উপহার দিলেন, যুবকটিই বা কে আর কেনইবা তাদের বই উপহার দিচ্ছেন তিনি, তা নিয়ে কৌতুহলী সবাই।

বুধবার নয়া দিগন্ত অনলাইনের কাছে এই সব কৌতুহলের জবাব দিলেন ওই যুবক।

যুবকটি জানান, তিনি একজন কুরআনের হাফেজ। নাম মোঃ জিসান মিয়া। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে তার বাড়ি। উপজেলার কমলাপুরের একটি মাদরাসায় হিফজ বিভাগে শিক্ষকতা করছেন এখন।

কিন্তু একজন হাফেজ হয়ে সাকিবদের সাথে কিভাবে তার যোগাযোগ, তা জানতে চাওয়া হয়। জিসান বললেন, ‘আমি আগে ক্রিকেট প্র্যাকটিস করতাম। সেই সূত্রে সাকিব ভাইয়েরা আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন। এখন প্র্যাকটিস ছেড়ে মাদরাসায় শিক্ষকতা শুরু করলেও ভাইয়েরা আমাকে চেনেন।’

তিনি জানান, এর আগে আরিফ আজাদের ‘বেলা ফুরাবার আগে’ বইটি একজনের মাধ্যমে সাকিব আল হাসানকে দেন তিনি। পরে জানতে পারেন, বইটি সাকিব পড়েছেন। পরে গত ২৬ এপ্রিল সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে এই বইয়ের দ্বিতীয় খণ্ড ‘এবার ভিন্ন কিছু হোক’ তাকে উপহার দেয়া হয়। তখনকার ছবিটিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরো কত রকমের বইয়ের বদলে কেন এই দুইটি বই সাকিব আল হাসানকে দেয়া হলো-এমন প্রশ্নের উত্তরে জিসান মিয়া বলেন, ‘আমি নিজেই এই বই দুটি পড়ে বেশ পরিবর্তিত। তাই ভাবলাম, বইটি সাকিব ভাইকেও হয়তো উপকার করবে, সেই আশায়-ই মূলত তা দেয়া।’

নয়া দিগন্তের সাথে কথা বলার সময় জিসান মিয়া সাকিব আল হাসানের অসাধারণ ধর্মানুরাগের কথাও জানালেন, ‘দূর থেকে অনেকেই সাকিব ভাইকে একটু অন্যরকম মনে করেন, তবে বাস্তবে তিনি মানুষটি খুবই সুন্দর। তার মধ্যে বেশ ধর্মানুরাগ রয়েছে; তার নানা বাড়ির একটি মসজিদের নির্মাণ ব্যয় বহন করেছেন, এলাকায় একটি মাদরাসায় ধারাবাহিক সহযোগিতাও করেন তিনি।’

জিসান মিয়া জানান, বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ‘গল্পগুলো অন্যরকম’, সাব্বির রহমানকে ‘বেলা ফুরাবার আগে’ ও অনুর্ধ্ব-১৯ দলের তরুণ ক্রিকেটার শাহাদাত দিপুকে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ উপহার দেন তিনি। আর সব বইয়ের লেখক-ই আরিফ আজাদ।

TIUNESIA


আরো সংবাদ



premium cement
অপহৃত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রামেক আইসিইউতে, গ্রেফতার ২ বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মান্দায় বিদ্যুৎপৃষ্টে দর্জি ব্যবসায়ীর মৃত্যু সমর্থকদের মাতামাতি করতে মানা করলেন শান্ত বান্দরবানের কেউক্রাডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান : আটক ৮, অস্ত্র উদ্ধার স্বাধীনতা সূচকে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত কাঁঠালিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরে মৃত্যু সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২ আরো দুই সদস্য বাড়িয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে

সকল