২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের দোয়া

- ছবি : সংগৃহীত

ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। আর ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি হলো- এই দোয়া পাঠ করা :

দোয়াটি হলো-

تقبل الله منا ومنكم

উচ্চারণ : তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

অর্থ : আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন।

ওয়াসিলা রা: বলেন, আমি রাসূল সা:-এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। মহানবী সা: বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ (বায়হাকি, হাদিস : ৩/৪৪৬)

হাদিস শরিফে এসেছে- জুবাইর ইবনু নুফাইর রা: বর্ণিত, তিনি বলেন, ‘নবীজি সা:-এর সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। (ফাতহুল কাদির, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৫১৭)


আরো সংবাদ



premium cement