১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

দৃষ্টিহীনতার বাধা অতিক্রম করে লেবাননী সাজিদার কুরআন হিফজ

সাজিদা বেলাল আবদুর রহমান - ছবি : সংগৃহীত

লেবাননের দৃষ্টি প্রতিবন্ধী তরুণী সাজিদা বেলাল আবদুর রহমান। কিন্তু কুরআন হিফজ করার ক্ষেত্রে দৃষ্টিহীনতা তার জন্য বাধা হয়ে থাকেনি। এই বাধা অতিক্রম করেই কুরআন হিফজ করেছেন তিনি।

কাতারভিত্তিক টিভি চ্যানেল আলজাজিরা মুবাশিরের ‘হিকায়াহ’ অনুষ্ঠানে এসে তিনি শুনিয়েছেন তার হাফেজা হওয়ার কাহিনী।

সাজিদা বলেন, ‘নিশ্চয় আল্লাহ আমাকে হিফজ সম্পন্ন করার তাওফিক দিয়েছেন। ব্রেইল বর্ণমালার পবিত্র কুরআনের সহায়তায় আমি হাফেজা হয়েছি। আমি সকাল-সন্ধ্যা সারাদিন কুরআন পড়তাম। মুখস্থ হলে পরিবারের লোকজনকে শোনাতাম।’

কুরআন তেলওয়াত করে শোনাচ্ছেন সাজিদা- ছবি : সংগৃহীত

আলজাজিরা মুবাশিরের সাথে সাক্ষাৎকারে ব্রেইল লিপিতে লেখা কুরআনের সাহায্যে কয়েকটি আয়াত তিলাওয়াত করে শোনান সাজিদা।

অনুষ্ঠানে সাজিদার বাবা-মায়েরও সাক্ষাৎকার নেয়া হয়। মেয়ে হাফিজা হওয়ায় নিজেদের গর্বের কথা জানান তারা।

সাজিদার বাবা সাক্ষাৎকারে বিশ্বের সকল বাবা-মাকে অনুরোধ করেন, তারা যেন তাদের সন্তানদের মোবাইল, টিভি ও ইন্টারনেটে অযথা সময় ব্যয় করা থেকে বিরত রেখে কুরআন মুখস্ত করান ও কুরআন শিক্ষা দেন।

তার মেয়ে হাফেজা হওয়ায় তারা খুব গর্বিত বলেও জানালেন সাজিদার বাবা।

সূত্র : আলজাজিরা মুবাশির

দেখুন:

আরো সংবাদ



premium cement