২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা

'আমান সিম সাওতুল কোরআন'-এ ইয়েস কার্ড পেল কক্সবাজারের ২ শিশু ক্বারী 

'আমান সিম সাওতুল কোরআন'-এ ইয়েস কার্ড পেল কক্সবাজারের ২ শিশু ক্বারী  - ছবি : সংগ্রহ

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা 'আমান সিম সাওতুল কোরআন'-এ ‘ইয়েস কার্ড' পেয়েছে কক্সবাজারের দুই ক্ষুদে ক্বারী। আসছে রমজানে এস এ টিভির পর্দায় অনুষ্ঠিত হবে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা আমান সিম সাওতুল কোরআন- সিজন-৭, ২০২২।
সোমবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার লালদিঘি জামে মসজিদ প্রাঙ্গনে প্রজাপতি মিডিয়া আয়োজিত শুদ্ধ কোরআন তিলাওয়াতের ওপর এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে দুজনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেছেন বিচারক।
এরা হলো মা’হাদ আন-নিবরাস মাদরাসার ছাত্র মুশফিকুর রহমান এবং তানযিমুল উম্মাহ মাদরাসার ছাত্র তাসনিমুল হাসান জুনাইদ।
অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী সাইফুল ইসলাম পারভেজ ও হাফেজ মাওলানা ইউনুস ফরাজী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্ট মিলস লি.-এর সিনিয়র এক্সিকিউটিভ এম ডি রেহমাত আলী এবং এম এস মুকুট এন্টার প্রাইজের এমডি এম ডি মোস্তাক আহমেদ।

এ বাছাই পর্বে উপস্থিত ছিলেন প্রজাপতি মিডিয়া লি.-এর প্রধান সহকারী পরিচালক অপু সরকার, সহকারী পরিচালক তাহসিন ইসলাম, এবং সহকারী পরিচালক আশিক মুস্তাভী।

সারাদেশ থেকে বাছাইকৃত ২৭ জন ক্বারী নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস এ টিভিতে সম্প্রচার করা হবে।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement