২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

প্র শ্নো ত্ত র - ফাইল ছবি

প্রশ্ন : আমরা জানি সবই আল্লাহর ইচ্ছাতেই হয়, আবার আল্লাহ আমাদের ইচ্ছাশক্তিও দিয়েছেন। আমার প্রশ্ন হলো, যদি কোনো ছাত্র ভালো করে পড়াশোনা করে পাস করার জন্য, আল্লাহর কাছে দোয়াও করে, কিন্তু পাস করতে পারে না। তখন সে কী বলবে? তার ব্যর্থতার জন্য কে দায়ী হবে? এমন অবস্থায় আমাদের কী বলা উচিত? আমরা কোনো ভালো কাজ করতে গিয়ে বিফল হলে কী বলা উচিত?

উত্তর : সর্বাবস্থায় আল্লাহ তায়ালার ওপর খুুশি থাকতে হবে, তার প্রশংসা করতে হবে। এ ধরনের প্রশ্ন তখন সামনে আসে যখন জীবনের মূল লক্ষ্য হয় পরীক্ষা, পাস আর চাকরি। জীবনের মূল লক্ষ্য যদি আখিরাত হয় তাহলে এসব প্রশ্ন আসে না, এ কারণে আখিরাতের জন্য এসব পরীক্ষা, পাসের দরকার নেই। অর্থের প্রয়োজনে পরীক্ষা-পাস দরকার হয়, আর অর্থ পরীক্ষা-পাস ছাড়া অন্যভাবেও অর্জিত হয়। এ ধরনের পৃথিবীর অধিকাংশ মানুষ কোনো পরীক্ষা-পাস ছাড়াই অর্থ উপার্জন করে জীবন ধারণ করে থাকে। সুতরাং চেষ্টা করতে হবে, বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে। ভাবতে হবে, আল্লাহ তায়ালা আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাতেই আমি খুশি। দোয়া করতে হবে, আল্লাহ যেন সম্মানজনক, পর্যাপ্ত পরিমাণ, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন।

ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement