২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

জীবন গড়ার টিপস - ফাইল ছবি

এক. আমরা মাঝে মাঝে ক্লান্তি বোধ করি, হাল ছেড়ে দেয়ার কথা ভাবি। এমনকি আমরা আমাদের প্রত্যাশাও কমিয়ে দেই। তবে এ সময়ও আমাদের অধ্যবসায় জারি রাখতে হবে। কারণ সময়টি কখন সঠিক তা কেবল সর্বশক্তিমানই জানেন। অপেক্ষা করার সময় আমাদের বিশ্বাসকে সব সময় দৃঢ রাখতে হবে। আমীন।

দুই. আপনি ব্যর্থ নন, আপনি বিনষ্ট নন, আপনি মূল্যহীন নন। প্রত্যেকেই জীবনে ভুল করে। সবাই পতিত হয়। এমনকি চ্যাম্পিয়নও। পার্থক্য হলো তারা উঠে আবার চেষ্টা করেন। আরো একবার সেখানে পৌঁছতে চান। নিচে পড়ে থাকবেন না। দৃঢ় বিশ্বাস রাখুন। এখনো সব শেষ হয়নি। যদি আপনি প্রস্থান করে ফেলেন, তবে সেটিই হবে শেষ।

তিন. মানুষ আপনাকে হতাশ করবে। এমন সময় আসবে যখন তারা আপনার প্রত্যাশা পূরণ করবে না। এটি প্রায়ই ঘটতে পারে। হতাশার পরিবর্তে এসব কিছুর মধ্যে সর্বশক্তিমানের পরিকল্পনা কী সেটি বুঝুন। তিনি আপনাকে দেখিয়ে দিচ্ছেন যে আপনি অন্যের ওপর নির্ভর করতে পারবেন না। আপনার সম্পূর্ণ বিশ্বাস এবং আশা তাঁর প্রতি রাখুন!


আরো সংবাদ



premium cement