২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

প্র শ্নো ত্ত র - ফাইল ছবি

প্রশ্ন : ইমতিয়াজ হোসেন মাহি : পরীক্ষায় ছাত্রছাত্রীরা অনেক সময় একে অপরের সাহায্য নিয়ে পরীক্ষা দেয়। এভাবে পরীক্ষা দেয়া শরিয়তের দৃষ্টিতে কেমন?

উত্তর : মাওলানা লিয়াকত আলী : পরীক্ষার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও যোগ্যতা যাচাই করা। প্রত্যেক পরীক্ষার্থী সেটাই প্রকাশ করবে, যা তার প্রকৃত অবস্থা। এটাই আমানতদারি। পরীক্ষার্থীরা যখন অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দেয়, তখন তাদের প্রকৃত অবস্থা ধরা পড়ে না। এতে আমানতের খেয়ানত করা হয়। তাই এভাবে পরীক্ষা দেয়ার অর্থ পরীক্ষক ও কর্তৃপক্ষকে প্রতারিত করা। সুতরাং শরিয়তের দৃষ্টিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা একটি কবিরা গুনাহ বা গুরুপাপ। আর অসদুপায় অবলম্বনের একটি পদ্ধতি পরস্পরকে সহায়তা করা।


আরো সংবাদ



premium cement

সকল