২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

প্র শ্নো ত্ত র - ফাইল ছবি

প্রশ্ন : মনিরুন নাহার : নামাজ শেষে সালাম ফেরানোর পর তাসবিহ পড়ে মুনাজাত করা উচিত নাকি মুনাজাতের পরে তাসবিহ পাঠ করা উচিত?

উত্তর : মাওলানা লিয়াকত আলী : নামাজের পরে তাসবিহ ও মুনাজাত দু’টিই ঐচ্ছিক ও অতিরিক্ত বিষয়। কেউ যদি এ দু’টি বা দু’টির কোনো একটি না করে, তাহলেও তার নামাজ সম্পন্ন হয়ে যাবে। এ জন্য এ দু’টির যেকোনোটি আগে, অন্যটি পরে করার অনুমতি আছে। তবে তাসবিহ আগে পাঠ করে সবার শেষে মুনাজাত করাই ভালো মনে হয়। কেননা, নামাজের পরের তাসবিহগুলোর বিশেষ ফজিলত রয়েছে। আর নামাজের পর যথাসম্ভব অবিলম্বে এগুলো পাঠ করতে বলা হয়েছে। তাছাড়া তাসবিহ পাঠের পর মুনাজাতে বেশি একাগ্রতা আসে, যা ওই মুনাজাত কবুল হওয়ার সহায়ক।


আরো সংবাদ



premium cement