২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

জীবন গড়ার টিপস - ফাইল ছবি

এক. অতিচিন্তা বন্ধ করুন। শান্ত থাকুন। আধ্যাত্মিকতা বৃদ্ধিতে সময় লাগে। এটি রাতারাতি ঘটে না। আপনার অগ্রগতি সুস্পষ্ট না হওয়ার অর্থ এই নয় যে কিছুই হচ্ছে না। প্রার্থনা করতে থাকুন। দৃঢ় বিশ্বাস অব্যাহত রাখুন। সর্বশক্তিমান সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। সঠিক সময় আসার সাথে সাথেই তিনি সবকিছু ঘটিয়ে দেবেন!

দুই. লোকেরা আপনার সম্পর্কে মতামত জানাবে এবং এ ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না। এটি করা একেবারে সহজ হয়ে গেছে, বিশেষত কিবোর্ডের আড়ালে থেকে। এর জন্য কোনো জবাবদিহিতা, বোঝাশোনার দরকার নেই। এর পরিবর্তে আমরা কিভাবে সহানুভূতি গড়ে তুলতে পারি সেটি দেখি; অন্যরা কী অনুভব করছে তা উপলব্ধি করার ক্ষমতা অর্জন করি!

তিন. অন্যের নামে দুর্নাম ছড়ানো থেকে ভালো কিছু আসে না। আপনি কিছুক্ষণের জন্য ‘ভালো’ অনুভব করতে পারেন তবে বিশ্বাস করুন, এটি দীর্ঘকালে আরো সমস্যা তৈরি করবে। আপনি কখনোই কল্পনা করেননি এমনভাবে তা আপনার কাছে আবার প্রত্যাঘাত হিসেবে ফিরে আসবে। সর্বশক্তিমান এটি দেখতে পাবেন। এ জাতীয় বিষাক্ত কাজ থেকে দূরে থাকাই উত্তম।


আরো সংবাদ



premium cement