২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

প্র শ্নো ত্ত র - ফাইল ছবি

প্রশ্ন : মনিরুন নাহার : দুই সিজদার মাঝখানের বৈঠকে ‘আল্লাহুম্মাগফিরলি’ দোয়াটি না পড়লে কি নামাজ আদায় হবে না?

উত্তর : মাওলানা লিয়াকত আলী : দুই সিজদার মাঝখানের বৈঠকে ‘আল্লাহুম্মাগফিরলি’ দোয়াটি পাঠ করা একটি ঐচ্ছিক বিষয়। তাই এটি পাঠ না করলে নামাজ আদায় না হওয়ার কারণ নেই। নামাজে যে বিষয়গুলো ফরজ, সেগুলোর কোনো একটি বাদ পড়লে নামাজ আদায় হয় না। সেই নামাজ আবার আদায় করতে হয়। তেমনি যে বিষয়গুলো ওয়াজিব, সেগুলোরও কোনো একটি ইচ্ছাকৃতভাবে বাদ দিলে বা লঙ্ঘন করলে নামাজ হয় না। সেই নামাজও আবার আদায় করতে হয়। তবে ওয়াজিবগুলোর কোনোটি ভুলক্রমে বাদ দিলে বা লঙ্ঘন করলে সাহু সিজদা করতে হয়। এতে নামাজ আদায় হয়ে যায়। কিন্তু সাহু সিজদা দেয়া না হলে সেই নামাজ আবার আদায় করা জরুরি। না হলে গুনাহগার হতে হয়।


আরো সংবাদ



premium cement