২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

প্র শ্নো ত্ত র - ফাইল ছবি

প্রশ্ন : ডা: শওকত হোসাইন পারভেজ : রাসূল সা: ও তাঁর সাহাবিরা কি মুসাফাহা এক হাতে করতেন নাকি দুই হাতে? আর তারা কোলাকুলি কি একবার ডান দিকে করতেন নাকি তিনবার করতেন একবার ডান দিকে, একবার বাম দিকে, আবার বাম দিকে?

উত্তর : মাওলানা লিয়াকত আলী : একজন মুসলিমের সাথে আরেক মুসলিমের সাক্ষাৎ হলে পরস্পরকে সম্ভাষণ জানানোর ন্যূনতম পদ্ধতি সালাম বিনিময় করা। মুসাফাহার মাধ্যমে এই সম্ভাষণ পূর্ণতা পায় এবং মুয়ানাকার (কোলাকুলি) মাধ্যমে হৃদ্যতা ও ঘনিষ্ঠতার প্রতিফলন ঘটে। আল্লাহর রাসূল সা: ও তার সাহাবিদের মধ্যে এই নিয়ম চালু ছিল বলে বর্ণনা করেছেন হজরত আনাস রা:। মুসাফাহা ও মুয়ানাকা আরবি ভাষার ব্যতিহার বা পারস্পরিকতা নির্দেশক ক্রিয়া। তাই দুই পক্ষের অংশগ্রহণ ছাড়া মুসাফাহা ও মুয়ানাকা সম্পন্ন হয় না। দুইজনে পরস্পরের শুধু ডান হাতের পাতা ধরলে মুসাফাহা হয়ে যায়। তবে উত্তম হলো পরস্পরের দুই হাত এমনভাবে ব্যবহার করা, দুইজনেরই ডান হাতের পাতা থাকবে অন্যজনের দুই হাতের মাঝখানে। তাশাহুদ শিক্ষা দেয়ার সময় হজরত আবদুল্লøাহ ইবনে মাসউদ রা:-এর হাতের পাতা ছিল আল্লাহর রাসূল সা:-এর দুই হাতের মাঝখানে। ইমাম বুখারি রহ: এটিকে মুসাফাহার উত্তম পদ্ধতির দলিল হিসেবে উল্লেখ করেছেন। তেমনি মুয়ানাকার ন্যূনতম পদ্ধতি পরস্পরে ঘাড়ের ডান দিক মেলানো। এতেই ক্ষান্ত করলে ক্ষতি নেই। তবে প্রথমে পরস্পরের ঘাড়ের ডান, দ্বিতীয়বার বাম দিক মেলানো ভালো। আরো ভালো তৃতীয়বার পরস্পরের ঘাড়ের ডানদিক মেলানো।


আরো সংবাদ



premium cement