২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

জীবন গড়ার টিপস - ফাইল ছবি

এক. আপনি যত বেশি উপরে ওঠেন, পতন ততই আপনার কঠিনতর হয়। আপনি উক্তিটি শুনেছেন। যদিও সাফল্যের মাঝে এমনটি হওয়া দরকার নেই, তবুও পা মাটির ওপর থাকা গুরুত্বপূর্ণ। নম্রতাই হলো মূল। সাফল্যকে আপনার মাথায় চেপে বসতে দেবেন না। মনে রাখবেন, সর্বশক্তিমানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না।

দুই. কেন কিছু লোকের অন্যের প্রশংসা করতে কষ্ট হয়? এটি ইতিবাচক আত্ম-সম্মানকে শক্তিমান করে। আমরা যতটুকু প্রশংসা পেতে চাই, সেটি অন্যকে দিতে আগ্রহী হওয়াও সমান গুরুত্বপূর্ণ। অন্যের মধ্যে ভালো জিনিস শনাক্ত করতে সক্ষম হওয়া মানসিক বুদ্ধিবৃত্তি এবং পরিপক্বতার লক্ষণ!

তিন. যখন আপনার হৃদয় নষ্ট হয়ে যায়, তখন মনে করতে পারেন আপনি রাস্তার শেষের দিকে পৌঁছেছেন এবং নিজেকে শূন্য শূন্য ভাববেন; আপনি এটি কী দিয়ে পূরণ করছেন সে সম্পর্কে সাবধান হোন! শয়তান হলো সুযোগ সন্ধানি। সে আপনার মধ্যে সন্দেহ সৃষ্টি করবে এবং মন্দ চিন্তার প্রকাশ ঘটাবে; তাকে প্রতিরুদ্ধ করার চেষ্টা করুন। সর্বশক্তিমানের দিকে ফিরে যান। তার সাহায্য প্রার্থনা করুন। কেবল তিনিই আপনাকে নিরাময় করতে পারবেন!


আরো সংবাদ



premium cement